অধিকারের প্রতিবেদন
  নারী ও শিশু উদ্ধারে মানবাধিকার খবর’র ভূমিকা প্রসংশনীয়
  20-04-2017

মানবাধিকার খবর প্রতিবেদক
জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হকের সাথে গত ১৩ এপ্রিল মানবাধিকার খবর প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক রোটারিয়ান মোঃ রিয়াজ উদ্দিন সৌজন্য সাক্ষাত করেন। এসময় দেশ-বিদেশ থেকে নারী ও শিশু উদ্ধার, সামাজিক কর্মকান্ডসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারসম্যান পত্রিকাটির কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করে বলেন- আমি নিয়মিত পত্রিকাটি পড়ি, সমাজ ও রাষ্ট্রে দায়বদ্ধতা থেকে পত্রিকাটি যথেষ্ট ভূমিকা পালন করে যাচ্ছে। নারী ও শিশু উদ্ধারে মানবাধিকার খবর’র ভূমিকা প্রসংশনীয় তিনি পত্রিকার উন্নয়নকল্পে সর্ব প্রকার সহায়তার আশ্বাস প্রদান করেন। সাক্ষাৎকালে সম্পাদক পত্রিকাটির বিভিন্ন রকম সমস্যা ও প্রতিকারের নানান দিক তুলে ধরেন। আগামীতে পত্রিকা দেশ ও বিদেশে প্রত্যেকটি মানুষের কাছে কিভাবে পৌঁছাতে পারে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষের পাশে দাঁড়াতে পারে সে ব্যাপারে ব্যাপক পরিকল্পনা প্রনয়ন করা হয়। সম্পাদক জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানকে অবহিত করেন যে, পত্রিকাটি নানা প্রতিকুলতার মধ্যে দিযে হাটিহাটি পা পা করে ষষ্ঠ বছরে পদার্পণ করেছে। নিয়মিন প্রকাশিত হয়ে সকল শ্রেণীর পাঠকের কাছে সমাদৃত। দেশ-বিদেশে পত্রিকাটির অনলাইনসহ অসংখ্য পাঠক রয়েছে। গ্রাম-গঞ্জের তৃণমুল পর্যায়ের অসহায় মানুষের কথা তুলে ধরছে। পত্রিকাটি বর্তমানে বিশ্বের একমাত্র মানবাধিকার বিষয়ক নিয়মিত সৃজনশীল বাংলা প্রকাশনা। এসময় জাতিসংঘের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।