প্রচ্ছদ
  ভারতের আগরতলা ও ঢাকায় শিমুল পারভীনের বইয়ের মোড়ক উন্মোচন
  14-03-2017

মানবাধিকার খবর প্রতিবেদন:


গত ৯ ফেব্রুয়ারি সন্ধ্যায় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা প্রেসক্লাবের নৃপেন চক্রবর্তী হলে বাংলাদেশেরর জনপ্রিয় লেখক শিমুল পারভীনের বইয়ের প্রকাশনা উৎসব ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার এ প্রকাশনা উৎসবের উদ্বোধন করেন। প্রকাশনী অনুষ্ঠানের আয়োজক সংস্থা স্রোতের আমন্ত্রণে লেখক শিমুল পারভীন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ঐদিন শিমুল পারভীনের " তামাদি হয়নি ভালবাসা " এবং ভারতীয় লেখক গোবিন্দ ধরেরও একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের তথা ও সংস্কৃতি মন্ত্রী ভানুলাল সাহা,সাংসদ শংকর প্রসাদ দত্ত, মহারাজা বীরবিক্রম, আগরতলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গৌতম বসু ও বিশিষ্টতা সাহিত্যিক নরেশচন্দ্র দেব বর্মা। স্বাগত বক্তব্য দেন অক্ষর প্রকাশনীর কর্ণধার শুভব্রত দেব। প্রধান অতিথি রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার অনুরোধে শিমুল পারভীন স্বরচিত কবিতা উপস্থিত অতিথিদের পাঠ করে শোনান।

এ দিকে সাহিত্যাঙ্গনে বিশেষ অবদান রাখায় বিশিষ্ট কবি উপন্যাসিক, কথাশিল্পী হিসাবে শিমুল পারভীনকে আগরতলা সপ্তপর্ণার সম্পাদিকা ও বিপ্লবী কল্পনা দত্ত জোশী জন্মশতবর্ষ উদযাপন কমিটির আহ্বায়িকা নিয়তি রায় বর্মন স্বাক্ষরিত একটি সম্মাননা সনদ প্রদান করা হয়।

এছাড়াও গত ২৫ ফেব্রুয়ারি বাংলাদেশেও তার বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন আকম মোজাম্মেল হক।