প্রচ্ছদ
  ধরা পড়েনি সব আসামী হুমকির আতংকে শিলা মল্লিক
  14-03-2017

মানবাধিকার খবর প্রতিবেদন:

একমাত্র শ্বাশুড়ি জেলহাজতে থাকা ছাড়া সব আসামী ধরা না পড়ায় সর্বক্ষণ কখন কি ঘটে এমনই অজানা আতঙ্কে কাটছে বার বার নির্যাতনের শিকার শিলা মল্লিকের। গত ২৭ ডিসেম্বর প্রতিপক্ষের ছোড়া এসিডে মারাত্মক ক্ষত নিয়ে রাজৈর হাসপাতাল থেকে রেফার্ড হয়ে ঢাকাস্থ এসিড সার্ভাইবাল হাসপাতালে প্রায় দেড় মাস উন্নত চিকৎিসা গ্রহণ করে বাড়ী ফিরেছেন তিনি। শরীরের ঘা এখনও পুরাপুরি ভালো হয়নি।ক্ষতের চিকিৎসা ও দৈনন্দিন খরচ যোগাতে হিমসিম খাচ্ছে তার পরিবার। দরিদ্র শিলা মল্লিকের মেয়ে টিউশনি এবং ছেলে পড়ালেখার ফাঁকে দিনমজুরি করে সংসার চালাতে সাহায্য করছে ।মামলার তদন্তে তেমন অগ্রগতিও দেখা যাচ্ছেনা।

মামলার ১নং আসামী প্রনব মল্লিক তার ব্যবহৃত মোবাইল নং- ০১৭৩৪৭৬৭৮৩৬ থেকে শিলা মল্লিকের স্বামী ভুপেন্দ্রনাথ মল্লিকের মোবাইল- ০১৭২১০০৮৬৫৪ নম্বরে গত ০৬ই মার্চ অকথ্য ভাষায় গালিগালাজ ও দেখে নেয়ার হুমকি প্রদান করে। এ ব্যাপারে রাজৈর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।