সারাদেশ
  ১০ মিনিটের রাস্তা পেরোতে লাগছে দুই ঘণ্টা
  08-03-2017

 

গাজীপুর

গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষের ফলে দীর্ঘ এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। ছবি : এনটিভি
দুটি ট্রাকের সংঘর্ষের পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুর অংশে ৩০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

আজ বুধবার ভোররাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পোস্টকামুরী চরপাড়া এলাকায় ওই দুর্ঘটনার পর যানজট তৈরি হয়।

সরেজমিনে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কোনাবাড়ী, চন্দ্রা, কালিয়াকৈর ও মির্জাপুরের পাকুল্যা পর্যন্ত ৩০ কিলোমিটার এলাকায় যানজটে আটকে রয়েছে শত শত যানবাহন। এতে দুর্ভোগে পড়েছেন নারী, শিশুসহ হাজার হাজার যাত্রী।

কোনাবাড়ী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন জানান, ভোররাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুরের পোস্টকামুরী চরপাড়া এলাকায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ চারজন আহত হন। এ ঘটনায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশেই তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি হাইওয়ে পুলিশ সরিয়ে নিলেও গাজীপুরের কোনাবাড়ী থেকে টাঙ্গাইলের পাকুল্যা পর্যন্ত যানজট কমেনি।

মো. হোসেন আরো জানান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ধীরগতিতে যানবাহন চলাচল করলেও ১০ মিনিটের রাস্তা অতিক্রম করতে সময় লাগছে দুই ঘণ্টার বেশি। এতে দুর্ভোগে পড়েছেন নারী-শিশুসহ হাজার হাজার যাত্রী। আটকা পড়েছে পণ্যবাহী ট্রাক। তবে যানজট নিরসনে কাজ করছে হাইওয়ে ও থানা পুলিশ।