সারাদেশ
  পুলিশের তাড়া খেয়ে পানিতে ডুবে যুবকের মৃত্যু
  06-03-2017

মেহেরপুর প্রতিনিধি

মেহেরপুরের মুজিবনগরে পুলিশের তাড়া খেয়ে পানিতে ডুবে আলমগীর হোসেন (৪৫) নামের এক ফল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

রোববার সাড়ে ৯টার দিকে উপজেলার রসিকপুর গ্রামে ভৈরব নদীতে ঝাঁপিয়ে পড়ার পর সোমবার সকালে আলমগীরের মরদেহ ভেসে ওঠে।

নিহত আলমগীর রসিকপুর গ্রামের আনিছুর রহমানের বেয়াই। তিনি ঢাকায় ফলের ব্যবসা করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন থেকে আলমগীর হোসেন ব্যবসায়ীক কাজে ওই গ্রামে বেয়াই বাড়িতে অবস্থান করছিলেন। রোববার সাড়ে ৯টার দিকে গ্রামের মোতালেব হোসেনের চায়ের দোকানে বসে তিনি তাস খেলা দেখছিলেন। এ সময় মুজিবনগর থানা পুলিশের একটি দল সেখানে গেলে তাস খেলোয়াড়সহ দোকানে বসে থাকা লোকজন দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এর মধ্যে আলমগীর হোসেনসহ কয়েকজন পাশের ভৈরব নদীতে ঝাঁপ দেন। পরে নদী থেকে দুইজনকে আটক করে পুলিশ। কিন্তু আলমগীরে হদিস মেলেনি। পরে আজ সকালে তার মরদেহ নদীতে ভেসে ওঠে।

আলমগীরের বেয়াই আনিছুর খাঁ ও এলাকাবাসীর অভিযোগ, নদী থেকে তাদের আটক করার চেষ্টাকালে পুলিশ সেখানে কাউকে যেতে দেয়নি। আলমগীর হয়তো সাঁতার জানতেন না। এ কারণে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর জন্য পুলিশকে দায়ী করছেন স্থানীয়রা।

এদিকে অভিযোগ অস্বীকার করে মুজিবনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী কামাল হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে বলতে পারবো। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।