প্রচ্ছদ
  কর্ণফুলী ও ঢাকার নদীগুলো দূষণমুক্ত হবে শিগগিরই
  05-03-2017


নিজস্ব প্রতিবেদক

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, একটি সমন্বিত মাস্টারপ্ল্যান তৈরি ও বাস্তবায়নের মাধ্যমে চট্টগ্রামের কর্ণফুলী ও ঢাকার চারপাশের নদীগুলো অচিরেই দূষণমুক্ত করা হবে।

রোববার স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে চট্টগ্রামের কর্ণফুলী নদীসহ ঢাকার চারপাশের নদীগুলোর দূষণরোধ এবং নাব্যতা বৃদ্ধির জন্য মাস্টারপ্ল্যান তৈরি সংক্রান্ত কমিটির সভায় সভাপতিত্বকালে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীকে বাসযোগ্য করে গড়ে তোলার জন্য কর্ণফুলী ও ঢাকার চারপাশের নদীসমূহকে দূষণমুক্ত করার নির্দেশনা দেন। বর্ধিষ্ণু নগরবাসীর বিশুদ্ধ পানির চাহিদা মেটাতে ভূপৃষ্ঠের পানির ব্যবহার বাড়াতে হবে। এজন্য পানির উৎস হিসেবে নদীকে ব্যবহার করতে হবে। নদীর নাব্যতা বৃদ্ধি ও দূষণমুক্ত করলে এর প্রত্যক্ষ উপকার জনগণ ভোগ করবে।

মোশাররফ বলেন, সংশ্লিষ্ট সব দফতরের সমন্বয়ে কারিগরি কমিটি গঠন করে মাস্টারপ্ল্যান তৈরি করে তা দ্রুত বাস্তবায়ন করা হবে। শিল্প-কারখানা ও মানবসৃষ্ট অন্য বর্জ্যরে কারণে সৃষ্ট দূষণ ও অবৈধ দখল রোধ করে নদীর স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে।
সভায় বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক প্রস্তুতকৃত ধারণাপত্র পর্যালোচনা করা হয় এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবের নেতৃত্বে কারিগরি কমিটি গঠনের নির্দেশনা দেন।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পানিসম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নিজামুদ্দিন আহমেদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাসির হোসেন, স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ারসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।