বাণী
  সারাদেশে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার
  01-03-2017

 

 নিজস্ব প্রতিবেদক, মোশতাক রাইহান

সারাদেশে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। বুধবার দুুপরে সড়ক পরিবহন কর্পোরেশন ভবনে মালিক-শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক শেষে ব্রিফিংয়ে এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

নৌ-মন্ত্রী ব‌লেন, আশা করছি শ্রমিকরা যে কর্ম‌বির‌তি‌তে র‌য়েছে তা প্রত্যাহার ক‌রে এখন থে‌কে কাজে ফি‌রে যা‌বে। ফলে সৃষ্ট অচলাবস্থার অবসান হবে।

তিনি বলেন, এটাকে ধর্মঘট বলা যাবে না। এটা ধর্মঘট নয়। চালকরা নিজেরাই গাড়িচালনা থেকে বিরত ছিল। যে জন্য দেশব্যাপি ভোগান্তির তৈরি হয়। যা অত্যন্ত দুঃখজনক।

তিনি আরো বলেন, শ্রমিকদের অসন্তোষের সুযোগ নিয়ে বিভিন্ন মহল বিভ্রান্তিমূলক ও উস্কানিমূলক বক্তব্য দিয়ে তাদের বিভ্রান্ত করছে। মালিক-শ্রমিকদের সরকারের বিপক্ষে দাঁড় করার চেষ্টা করেছে। আজ আমরা সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে বৈঠক করি। তারা আশ্বস্ত করেছেন উদ্ভূত পরিস্থিতির আইনগতভাবে সমাধান করবেন। ফলে আমি সারা দেশের মালিক-শ্রমিকদের গাড়ি চলাচল স্বাভাবিক করার উদাত্ত আহ্বান জানাচ্ছি। এ ঘোষণার বিষয়টি জানার পর সকল স্থানে গাড়ি চলাচল স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বৈঠকে নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এবং পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা ছাড়াও বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়ত উল্লাহ উপস্থিত ছিলেন।