বাণী
  বাংলাদেশ-রাশিয়া আন্তঃরাষ্ট্রীয় কমিশন গঠনে চুক্তি স্বাক্ষর
  01-03-2017


স্পেশাল করেসপন্ডেন্ট |

ও প্রযুক্তি সহযোগিতা বিষয়ে আন্তঃরাষ্ট্রীয় কমিশন গঠনে চুক্তি স্বাক্ষর হয়েছে।

বুধবার (০১ মার্চ) বেলা পৌনে ১১টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

রাশিয়ার অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক উপমন্ত্রী অ্যালেক্সি গুরুজদেব মস্কোতে আগেই এ চুক্তিপত্রে স্বাক্ষর করেছেন।

তার পক্ষে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার আই. ইগনটিভ চুক্তিপত্রটি স্বাক্ষর অনুষ্ঠানে আনলে বাংলাদেশের পক্ষে তা স্বাক্ষর করা হয়।

চুক্তি স্বাক্ষর ও হস্তান্তর শেষে মাহমুদ আলী বলেন, এ চুক্তি স্বাক্ষরের ফলে সবক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি পাবে। বছরে পর্যায়ক্রমে দু’দেশের রাজধানীতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। আশা করি এ চুক্তির ফলে দু’দেশের সম্পর্ক আরো জোরদার হবে।

রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, এ ধরনের চুক্তি বিশ্বের অনেক দেশের সঙ্গে রাশিয়ার রয়েছে। এর ফলে জ্বালানি, শিক্ষা, বাণিজ্যের মতো বিভিন্ন বিষয়ে দুই দেশ তাদের করণীয় নির্ধারণ করতে পারবে।