বাণী
  তিন মাস পর বিজিএমইএ ভবন ভাঙবে রাজউক
  24-01-2017

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর হাতিরঝিলের জমি দখল করে তৈরি করা বিজিএমইব ভবন তার তিন মাসের মধ্যে না ভাঙলে নিজস্ব পদ্ধতিতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ তা ভাঙবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

তিনি বলেন, হাইকোর্টের চূড়ান্ত আদেশ দিয়েছে। আমরা আইনি প্রক্রিয়ায় জয়ী হয়েছি। নিজস্ব খরচে ওই ভবন বিজিএমইএকে ভাঙতে হবে। অন্যথায় তিনমাস পেরিয়ে গেলে রাজউক নিজস্ব পদ্ধতিতে ভবন ভাঙা শুরু করবে। এতে যা খরচ হবে, তা বিজিএমইএ কর্তৃপক্ষকেই পরিশোধ করতে হবে।

বুধবার (জানুয়ারি ২৫) রাজধানীর বনানী লেকপাড়ে গুলশান-বনানী-বারিধারা লেক উন্নয়ন প্রকল্পের কাজ পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন।

মন্ত্রী লেক ও জলাশয় দখলের জন্য সাবেক সরকারগুলোকে দায়ী করেন। মন্ত্রী বলেন, জিয়া, খালেদা এবং এরশাদের আমলেই লেকের জমি দখল হয়েছে। সেই জমিতে তাদের মন্ত্রী এমপিদের বাড়ি।  আগের সরকারগুলোর সময়ে অনুমতি দেয়া এসব বাড়ি উচ্ছেদ করা যাচ্ছে না।

এ সময় লেকের পাড়ে অবস্থিত যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর নামে বরাদ্দ বাতিল হওয়া বাড়িটিও সরকার দখলে নেবে বলেও জানান পূর্তমন্ত্রী।