সারাদেশ
  কিশোরগঞ্জে বিএনপির দুই নেতাসহ ৪১ জন জেল হাজতে
  11-01-2017

কিশোরগঞ্জ প্রতিনিধি


বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা দুটি মামলায় কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম ও কুলিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল মিল্লাতসহ ৪১ জন নেতাকর্মীকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।  

বুধবার দুপুরে তারা আদালতে হাজির হলে অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউল হক তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত ১২ ডিসেম্বর কুলিয়ারচরে পুলিশের সাথে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দুটি দায়ের করে।

এদিকে জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম আদালতে উপস্থিত হলে বিএনপিপন্থী একদল আইনজীবী তার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন। জেলা বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে পদবঞ্চিত গ্রুপটি শরীফুল আলমকে দায়ী করে তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ সময় শরীফুল আলমের সমর্থকদের সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।