আন্তর্জাতিক
  ৬০ কোটি ডলারে ভারী ‍অস্ত্র কিনছে ভারত
  04-01-2017


আন্তর্জাতিক ডেস্ক |

‘মেক ইন ইন্ডিয়া’ প্রজেক্টের আওতায় ভারতকে বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্রয় করতে যাচ্ছেন বিপুল পরিমাণ ভারী অস্ত্র।

এজন্য খরচ করা হবে প্রায় ৬০০ মিলিন (৬০ কোটি) মার্কিন ডলার। দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভায় এমনই সিদ্ধান্ত হয়েছে বলে জানা যায়। অস্ত্রগুলোর মধ্যে রয়েছে, ভারী কামান অস্ত্র, মোবাইল আর্টিলারি।

ভারতে ব্যবসা করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান লার্সন অ্যান্ড টার্বো লিমিটেড অস্ত্র ক্রয়ে কাজ করবে বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় সংবাদমাধ্যমে একজন সেনা কর্মকর্তা বলেছেন, খুব দ্রুতই এই ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হবে।

গত বছর মোদী সরকার ১৪৫টি মার্কিন এম-৭৭৭ কামান কিনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ৭ কোটি ৩৭ লাখ ডলারের সামরিক সরঞ্জাম চুক্তি করে।