অর্থনীতি-ব্যবসা
  ভারতে নির্বাচনে ধর্মের ব্যবহার নিষিদ্ধ
  02-01-2017

আন্তর্জাতিক ডেস্ক | মানাধিকার খবর |

ভারতে নির্বাচনে ধর্ম ও জাত-পাতের ব্যবহার নিষিদ্ধ করে ঐতিহাসিক রায় দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

সোমবার (২ জানুয়ারি) প্রধান বিচারপতিসহ সাত বিচারপতির সমন্বয়ে গঠিত সর্বোচ্চ আদালতের একটি বেঞ্চ এই রায় দেন। স্থানীয় সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

রায়ে বলা হয়, নির্বাচন হলো একটি ধর্মনিরপেক্ষ চর্চা। আর মানুষে মানুষে সম্পর্ক এবং তাদের প্রার্থনা-পূজা করার বিষয়টি একেবারেই আলাদা ও ব্যক্তিগত বিষয়। সুতরাং ধর্মনিরপেক্ষ চর্চায় এই বিষয়গুলোর ব্যবহার হতে পারে না।

১৯৯০ সালে মহারাষ্ট্রে দায়ের করা এক মামলার শুনানিকালে নির্বাচনে ধর্মের ব্যবহার নিয়ে প্রশ্ন তোলা হয়। এই রায়ের মাধ্যমে সে প্রশ্নের দীর্ঘ প্রতীক্ষারই অবসান ঘটলো।

আদালতের রায়ে বলা হয়, ভোট চাইতে গিয়ে ধর্মের ব্যবহার হলে তা হবে দুর্নীতির চর্চা এবং ক্ষমার অযোগ্য।

সংবাদমাধ্যম বলছে, সুপ্রিম কোর্ট এমন সময় এ ঐতিহাসিক রায় দিলেন যখন উত্তরপ্রদেশসহ ৫টি রাজ্যের বিধানসভা নির্বাচনের জোর প্রস্তুতি চলছে।

ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হলেও ভারতে সাম্প্রদায়িক চেতনার দল বেশি। এ কারণে নির্বাচন এলে ভোটের পোস্টার-ব্যানারে নেতাকর্মীদের ছবির পাশাপাশি অনেক সময় দেব-দেবীর ছবিও দেখা যায়।