রাজনীতি
  সারা দেশে ৩৫ কোটি বই বিতরণ করা হচ্ছে : শিল্পমন্ত্রী
  01-01-2017

নিজস্ব প্রতিবেদক : শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বই কেনার টাকার অভাবে কোনো শিক্ষার্থীর শিক্ষা জীবন যাতে ঝড়ে না যায় সে জন্য বর্তমান সরকার বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করছে। এ বছর সারাদেশে প্রায় ৩৫ কোটি বই বিতরণ করা হবে।

রোববার দুপুর ১২টার দিকে  ঝালকাঠি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে বই উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এ কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, দারিদ্র বিমোচনে বাংলাদেশ ভারতের চেয়ে এগিয়ে রয়েছে। বিশ্ব অর্থনৈতিক মঙ্গার ভিতরেও বাংলাদেশ অর্থনৈতিকভাবে সুদৃঢ় অবস্থানে আছে। তাই দ্রুত আমরা মধ্যম আয়ের দেশে রূপান্তিত হয়েছি।

জেলা প্রশাসক মো. মিজানুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, পুলিশ সুপার জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান সাইফুল্লাহ পনির, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার প্রমুখ।