ইসলাম
  জাতীয় শাটলাররা লাঞ্ছিত
  06-12-2016




নামে শাটলার প্লেয়ার অ্যাসোসিয়েশন কমিটি, অথচ সং¯দাটি জন্য শাটলাররাই আছেন এখন বিপদে। গতকাল তো জাতীয় দলের ক্যাম্পে থাকা শাটলারদের গায়ে হাত তোলার মতো ন্যক্কারজনক ঘটনাও ঘটেছে। গতকাল দুপুরে ঘটনাটি ঘটেছে সাবেক শাটলার এনায়েত উল্লাহর নেতৃত্বে উডেন ফোর জিমনেসিয়ামে। জাতীয় দলের ক্যাম্পে থাকা মহিলা এককের চ্যাম্পিয়ন শাপলা আক্তার এ অভিযোগ করে বলেন, দজাতীয় দলের শাটলারদের গায়ে হাত তোলার ঘটনা বাংলাদেশে অতীতে কখনোই ঘটেনি। এনায়েত উল্লাহ একজন সাবেক চ্যাম্পিয়ন। তার কাছ থেকে এ ধরনের ব্যবহার আমরা আশা করিনি। তিনি জাতীয় দলের শাটলারদের ওপর যে ধরনের ন্যক্কারজনক হামলা করেছেন, তা মেনে নেওয়া সম্ভব নয়। আমরা এর সুষ্ঠু সমাধান চাই। সমাধান না হওয়া পর্যন্ত আমরা ক্যাম্পে ফিরে যাব না।দ
মূলত ঘটনার শুরু প্লেয়ার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন নিয়ে। জাতীয় দলের বর্তমান ও সাবেক শাটলারদের নিয়ে গঠিত এ কমিটি গত মাসের ১৪ তারিখে সভাপতি হিসেবে অহিদুজ্জামান রাজু আর সাধারণ সম্পাদক সিব্বির আহম্মেদকে দায়িত্ব দেওয়া হয়। যেখানে আগের কমিটির সহসভাপতি এনায়েতকে রাখা হয়নি। আর এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন এনায়েত। তাই গতকাল দুপুরে অনুশীলনের আগে খেলোয়াড়দের ড্রেসিংরুম থেকে বের করে দিয়ে এনায়েত বহিরাগতদের সঙ্গে নিয়ে প্লেয়ার অ্যাসোসিয়েশনের ব্যানারে মিটিংয়ের আয়োজন করতে যান, এতে শাটলাররা বাধা দিলে তাদের ওপর হামলা করা হয় বলে জানান শাপলা। তবে হামলার অভিযোগ অস্বীকার করে এনায়েত উল্লাহ বলেন, দপ্লেয়ার অ্যাসোসিয়েশনের আগের কমিটি এখনও বহাল আছে। আমরা আজ (গতকাল) নতুন করে কমিটি করতে এসেছিলাম। রাজু-সিব্বির সেখানে এসে আমাদের ব্যানার ছিঁড়ে ফেলেছে। আমাদের কেউ তাদের ওপর হামলা করেনি।দ