অর্থনীতি-ব্যবসা
  ভারতে ৫০০ ও হাজার টাকার নোট বাতিলে দিশাহারা মানুষ
  06-12-2016



ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির একটি দৃষ্টান্তকারী সিদ্ধান্তে ভারত থেকে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল বলে ঘোষণা করলো। যার যেরে সাধারণ মানুষ থেকে শুরু করে কৃষক ক্ষেত মজুর এবং শ্রমিকরা বিপর্যয়ের মুখে দাড়িয়ে পড়েছে। ভারতের প্রধানমন্ত্রী ভারত থেকে কালো টাকা ও ধন উদ্ধাদের নামে যে ৫০০ ও ১০০০ টাকা বাতিল বলে ঘোষণা করতে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ থেকে বিক্ষোভে পরিণত হচ্ছে। যাদের হাতে পুরানো ৫০০ ও ১০০ টাকার নোট আছে তাদেরকে বলা হয়েছে ব্যাংকে পুরানো টাকা জমা দিয়ে নতুন টাকা নিন। যার পরিনামে সাধারণ মানুষ ব্যাংক থেকে পুরানো টাক াজমা দিয়ে প্রতিদিন নগদে ২০০০ টাক াবেমি পাচ্ছে না। নগদ টাকার অভাবে মার ক্ষেতে চলছে আগামী রবি শষ্যের চাষ, কৃষকদের ও কলকার খানার শ্রমিকদের মাথায় হাত পড়েছে। ভারতের অর্থনীতিতে টাকার দাম ডলারের থেকে নীচে নেমে গেছে। বাজারে শাক সবজি, মাছ, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম উর্ধ্বমুখী। নগদ টাকার অভাবে চাষীরা ক্ষেত থেকে ফসল তুলতে পারছেনা, নতুন ফসল বুনতে পারছে না। নগদ টাকার অভাবে শ্রমিকরা বিভিন্ন কলকারখানায় কাজ হারাতে চলেছে। এই-অর্থনৈতিক সিদ্ধান্তের জন্যে ভারতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদিকে জরালো ভাষায় আক্রমণ করেছে বিরোধী দলগুলি। তাদের দাবি অবিলম্বে সাধারণ মানুষের হাতে পর্যাপ্ত টাকা যাতে আসে তার ব্যব¯দা করতে। যাতে গরিব  সাধারণমানুষ যাতে হয়রানির শিকার না হয় তার ব্যব¯দা করা। ইতিমধ্যে ভারতের বিভিন্ন প্রান্তে বহু সাধারণ মানুষ ও কৃষক টাকার অভাবে আত্মহত্যা করছে, যা নিয়ে ভারতের সংসদে ও বাহিরে বিরোধী দলনেতা শ্রী রাহুল গান্ধী। সমাজবাদি পার্টির নেতা শ্রী মূল্যায়ন সিং যাদব, মায়াবতী, শারদ যাদব, ওমর আচ্ছলা, শ্রী করুণ নিধি। শ্রী নবীন পট্টানায়ক। লালুযাদব তৃণমুল কংগ্রেসের সভানেত্রী ও বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা ব্যানার্জী রাস্তায় নেমেছে। তাদের দাবী সচল থাকুক পুরানো নোট। সাধারণ কৃষকদের কথা ভেবে পঃ বঃ কৃষান কংগ্রেসের নেতা শ্রী তপন দাস রাস্তায় নেমে প্রতিবাদ মিছিল করেছেন।