অর্থনীতি-ব্যবসা
  ৯ মাসে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় প্রায় আড়াই হাজার নারী, শিশু ও কিশোরী নিঁখোজ
  06-12-2016



দিশা বিশ্বাস, কলকাতা থেকে:

গত ৯ মাসে পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়ি মহকুমার ৬টি থানা এবং দার্জিলিং জেলার অন্য ১৪টি থানা এলাকা থেকে প্রায় আড়াই হাজার নারী, শিশু, কিশোরী নিঁখোজ হয়েছে। এরমধ্যে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এলাকার ৬টি থানা থেকে  নিখোঁজ হয়েছে ২০০০। এরমধ্যে অবশ্য পুলিশ উদ্ধার করেছে ৯০০ জনকে। বাকি ১১০০ জনকে এখনো উদ্ধার করা যায়নি। তাঁরা নিখোঁজের তালিকায় রয়েছে। শিলিগুড়ির পুলিশ কমিশনার চেলিং সিমিক লেপচা সাংবাদিকদের এই তথ্য দিয়ে বলেছেন, ফেসবুবের মত সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে বন্ধুত্ব পাতিয়ে এদের ফাঁদে ফেলে অপহরণ নতুবা প্রলোভন দিয়ে পাচার করে দেওয়া হয়েছে। এদের কাউকে আবার চাকরির টোপ, বিলাসবহুল জীবন যাপনের স্বপ্ন দেখিয়ে ফাঁদে ফেলে বিক্রি বা পাচার করে দেওয়া হয়েছে ভিনরাজ্যে বিশেষ করে দিল্লি, হরিয়ানা এবং  মুম্বাই। আবার কখনও নেপাল বা ভুটানে।  শিলিগুড়ি ৬টি থানা এলাকায়  গত ৯ মাসে ২০০০ নারী, শিশু, কিশোরী এবং গৃহবধু নিখোঁজ হওয়ার অভিযোগ নথিভূক্ত হয়। পুলিশ এদের মধ্য থেকে ৯০০ জনকে উদ্ধার করতে পারে। বাকি ১১০০ এখনো নিঁখোজ।
অন্যদিকে দার্জিলিং জেলার অন্য ১৪টি থানা থেকেও গত ৯ মাসে ১১৭২টি নিঁখোজ হওয়ার ঘটনা থানায় নথিভূক্ত হয়। এদের বেশিরভাগের বয়স ১৮ বছরের মধ্যে। ডিস্ট্রিক্ট অফ চাইল্ড রাইটস অ্যান্ড প্রটেকশন’এর কর্মকর্তা অশেষ চক্রবর্তী বলেছেন, পশ্চিমবঙ্গের মধ্যে দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ জেলায় সবথেকে বেশি নারী পাচারের ঘটনা ঘটে। ইদানিং আবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে বাড়ছে নারী পাচারের ঘটনা।