লাইফস্টাইল
  ধর্মান্ধতা নয় বরং ধর্মহীনতাই জঙ্গীবাদের মূল কারণ
  06-12-2016


খাগড়াছড়ি প্রতিনিধি:

‘ইসলাম জঙ্গীবাদকে বিন্দুমাত্র  সমর্থন করে না। সম্প্রতি গুলশানের হলিআর্টিজনে হামলাকারী নিহত জঙ্গীদের ব্যক্তিগত জীবন দর্শন তারই প্রমান বহন করে। ইতোপূর্বে ইসলামী জ্ঞান, সংস্কৃতি-সভ্যতার সাথে যাদের কোন সম্পর্ক ছিলো না এমন জঙ্গীদের দুষ্কর্ম স্পষ্ট করে দেয়, ধর্মান্ধতা নয় বরং ধর্মহীনতাই জঙ্গীবাদের মূল কারণ।’ গত ১৪ নভেম্বর ২০১৬ সোমবার খাগড়াছড়ির মাটিরাঙ্গা বড়বিল মুসলিম পাড়া আজিজিয়া এমদাদুল উলুম মাদরাসার ৩৯ তম বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান আলোচকের বক্তৃতায় বিশিষ্ট আলেমে দ্বীন, জাতীয় পুরস্কার প্রাপ্ত আলোচক এবং মানবাধিকার খবর পত্রিকার সহকারী সম্পাদক মাওলানা মোহাম্মাদ আবুবকর সিদ্দীক আদ্দাঈ এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের নানুপুর ওবাইদিয়া মাদরাসার মহাপরিচালক বিশ্ব বরেণ্য আলেমে দ্বীন আল্লামা সালাহ উদ্দীন।
বিশেষ আলোচক ছিলেন তবলছড়ি ইসলামিয়া আলিম মাদরাসার অধ্য, মাওলানা সাইফুল ইসলাম নিজামী এবং মোল্লাবাজার দারুসসুন্নাহ মাদরাসার পরিচালক মাওলানা মোহাম্মাদ আব্দুল মমিন। এছাড়া ¯দানীয় উলামায়ে কেরাম বক্তব্য রাখেন।