লাইফস্টাইল
  আটোয়ারীতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন
  06-12-2016



জাহেরুল ইসলাম, পঞ্চগড় থেকে:

“টেকসই ভবিষ্যৎ গড়ি- ১৭টি লক্ষ্য অর্জন করি” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে পঞ্চগড়ের আটোয়ারীতে ২৫তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে। উপজেলার আগমনি কুষ্ঠ ও প্রতিবন্ধী সমাজ কল্যাণ সং¯দা’র অয়োজনে এবং কমিউনিটি প্রোগ্রাম দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় ৩ ডিসেম্বর শনিবার আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটির শুরুতে উপজেলা স্বা¯দ্য কমপ্লেক্স চত্বর হতে ব্যানার সহ একটি বণার্ঢ্য র‌্যালী বের করে প্রধান প্রধান সড়ক পদক্ষিন করা হয়। র‌্যালীতে স্বা¯দ্য বিভাগের কর্মকর্তা- কর্মচারী, আগমনি কুষ্ঠ ও প্রতিবন্ধী সং¯দার সদস্যবৃন্দ, কমিউনিটি প্রোগ্রাম দি লেপ্রসী মিশন ইন্টার ন্যাশনাল বাংলাদেশ আটোয়ারী উপজেলা শাখার কর্মীবৃন্দ সহ গণমাধ্যমকর্মী গন উপ¯িদত ছিলেন। র‌্যালী শেষে মোঃ জাফর আলীর সভাপতিত্বে উপজেলা স্বা¯দ্য কমপ্লেক্স চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপ¯িদত থেকে পরামর্শমুলক বক্তব্য দেন উপজেলা স্বা¯দ্য ও প: প: কর্মকর্তা ডাঃ মওলা বক্স চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপ¯িদত থেকে বক্তব্য দেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ হুমায়ুন কবির। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা টি.এল.সি.এ রেজাউর রহমান, সি.ডি.এফ প্রতিমা রাণী, নাজিম উদ্দীন, নূর জাহান, খলিলুর রহমান, মোছাঃ নূর নাহার প্রমুখ। পরে উপজেলা স্বা¯দ্য ও প: প: কর্মকর্তা ডাঃ মওলা বক্স চৌধুরী হুইল চেয়ারে অব¯দানরত প্রতিবন্ধীদের সাথে পৃথক পৃথকভাবে কুশলাদি বিনিময় করেন।