লাইফস্টাইল
  বাগেরহাটে ৪ ‘জেএমবি’ অস্ত্রসহ গ্রেপ্তার
  01-11-2016

 

 

কচুয়া প্রতিনিধি:

 

বাগেরহাটের কচুয়া থেকে সন্দেহভাজন চার জেএমবি সদস্যকে অস্ত্র ও হাতবোমাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বাগেরহাটের পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায় জানান, ২৩ অক্টোবর সোমবার গভীর রাতে উপজেলার মঘিয়া ইউনিয়নের খলিসাখালি গ্রামের ওই অভিযানে ‘জেএমবি’র ছোড়া হাতবোমায় তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। গ্রেপ্তাররা হলেন- আকাশ (১৯), হাবিবুল¬াহ (১৯), কবীরুল (২৬) ও মিজানুর রহমান (২৮)। তাদের বাড়ি বাগেরহাট ও পিরোজপুরে। আহত পুলিশ সদস্যরা আজিজ, মতিন ও আজাদকে স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এসপি পঙ্কজ বলেন, ঐদিন রাত সোয়া ২টার দিকে খলিসাখালি গ্রামের একটি বাগানবাড়িতে ১২/১৩ জনের ‘জেএমবি’ সদস্য নাশকতার পরিকল্পনা করছিল। “এ সংবাদ পেয়ে সেখানে অভিযানে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি হামবোমা নিক্ষেপ করে। জবাবে পুলিশও সাত আট রাউন্ড গুলি চালায়। এক পর্যায়ে তারা পিছু হটলে সেখান থেকে চার জেএমবি সদস্যকে আটক করা হয়।” ঘটনাস্থল থেকে একটি রিভলবার, দুটি গুলি ও পাঁচটি হাতবোমা উদ্ধার করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।