লাইফস্টাইল
  কচুয়ায় চেয়ারম্যানসহ ৫ ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা
  01-11-2016

 

ফরিদুর রহমান শামীম, বাগেরহাট থেকে:

 

বাগেরহাটের কচুয়া উপজেলার বাধাল ইউপি চেয়ারম্যান সহ ৫ ইউপি সদস্য ও ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে ৩টি মামলা হয়েছে। ১৬ অক্টোবর রাতে সরকারী প্রকল্পের টাকা দুর্নীতির মাধ্যমে আতœসাতের অভিযোগে  কচুয়া থানায় এ মামলা হয়। মামলার বাদীরা হলেন, কচুয়া  উপজেলার বিলকুল গ্রামের মোঃ ই্য়াকুব নকীবের ছেলে মোঃ খবির নকীব, আজিজ মোল্লার ছেলে নজরুল মোল্লা, বাধাল গ্রামের মোজাম গাজীর ছেলে সাইদুল গাজী। মামলার বিবরনে জানাগেছে, ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পে তালিকাভুক্ত দিন মজুরের নামে বরাদ্ধকৃত টাকা না দিয়ে আসামীরা যোগসাজসে  ভুয়া স্বাক্ষর দিয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে। মামলার আসামীরা হলেন বাধাল ইউপি সদস্য আঃ বারেক পাইক, সেলিম শিকদার, মোঃ আবেদ আলী শেখ, মোঃ জালিল শেখ, উত্তম কুমার দাস, চেয়ারম্যান নকীব ফয়সাল অহিদ, বাধাল কৃষি ব্যাংকের ভারপ্রাপ্ত ম্যানেজার উকিল উদ্দিন গাজী। তবে ১৭ অক্টোবর এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে পারেনি।