লাইফস্টাইল
  কোটালীপাড়ার নামকরণ ও দর্শনীয় স্থান!
  01-11-2016

 

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

 

গোপালগঞ্জ   জেলার  পাঁচটি  উপজেলার মধ্যে   কোটালীপাড়া উপজেলা অন্যতম। কোটালীপাড়া উপজেলার নাম করণ ও দর্শনীয় স্থান সম্পর্কে জেনে নেয়া যাক।  কোটালীপাড়ার নাম করণঃ  ‘কোট’  শব্দের অর্থ দূর্গ। এই দূর্গের পাশেই বসবাস করত কোটোয়াল বা নগর রক্ষকরা। সেই কোটোয়াল শব্দ থেকে এসেছে  কোটালীপাড়া। দর্শনীয় স্থান- ঐতিহ্যবাহী বহুলতলী মসজিদ প্রায় পাঁচ’শ বছর আগে ১৫৫৩ সালে প্রতিষ্ঠিত হয়। এ মসজিদে এখনও আযান হয়। এটি কোটালীপাড়া সদর থেকে প্রায় ৫ কি. মি. দক্ষিণে বহুলতলী গ্রামে অবস্থিত। কবি সুকান্ত ভট্রাচার্যের পৈত্রিকবাড়ী। সুকান্ত ভট্রাচার্য আঠারো বছরের কবি নামে পরিচিত। কবির পৈত্রিকবাড়ী উপজেলা সদর থেকে  ২ কি. মি. পূর্বদিকে উনশিয়া গ্রামে অবস্থিত। হরিণহাটি জমিদারবাড়ী  এটি উপজেলা সদর থেকে প্রায় ১২ কি.মি. পূর্বদিকে হরিণহাটি গ্রামে অবস্থিত। এটি সুচানন্দ জমিদার নির্মাণ করেন। কত বছর আগে জমিদার বাড়িটি নির্মাণ করা হয়- এর কোন সঠিক তথ্য জানা যায়নি। ধারণা করা হচ্ছে, প্রায় ২৫০ বছর আগে জমিদার সুচানন্দ প্রায় ৫০ একর জমির উপর এ বাড়িটি নির্মাণ করেন।