স্বাস্থ্য ও চিকিৎসা
  ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করুন
  01-11-2016

 

মানবাধিকার খবর প্রতিবেদন:

 

পুরুষের চেয়ে মহিলারা ক্যান্সারে বেশি আক্রান্ত হন। নিয়মিত ব্রেস্ট পরীক্ষা করা কিংবা প্রতি এক অথবা দুই বছর অন্তর ম্যামোগ্রাম (ব্রেস্টের এক্সরে ছবি) করিয়ে আপনি সম্ভবত ভাবছেন, ব্রেস্ট ক্যান্সারের জন্য এটাই যথেষ্ট। লিজা রে, মনিষা কৈরালা, অ্যাঞ্জেলিনা জোলির মতো তারকাদের ক্যান্সারের বিরুদ্ধে লড়াইয়ের কথা আমরা সবাই জানি। ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে চাই সতর্কতা। আসুন বিশদ জেনে নিই। পরিবারে কারও ব্রেস্ট ক্যান্সার ( যেমন মা, বোন, চাচি, খালা) থাকলে আর বিশেষ করে তা যদি অল্প বয়সেই ধরা পড়ে তা হলে সবাইকেই সচেতন হওয়া উচিত। জেনেটিক স্কিনিং করে দেখে নিতে পারেন আপনার ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা কতটা। অ্যাঞ্জেলিনা জোলির ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ করতে ডাবল মাস্টেকটমির ঘটনা সবারই জানা। আপনাকেও এমন কিছু করতে হবে তার কোনো মানে নেই। কিন্তু সাবধান হতে আপত্তি কোথায়! ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা নির্ভর করে ক্যান্সারের ধরন, পর্যায়ের ওপর। অধিকাংশ মহিলাই ব্রেস্ট ক্যান্সারের অপারেশনের পাশাপাশি অন্যান্য বাড়তি চিকিৎসাও গ্রহণ করে থাকেন। যেমন : কেমোথেরাপি, হরমোন থেরাপি অথবা রশ্মি থেরাপি। এ ছাড়াও ব্রেস্ট ক্যান্সার হলে আরও কিছু বিষয় মাথায় রাখতে হবে।

স ওজন কমান। ওবিস মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি।

স ধূমপানের অভ্যাস থাকলে একেবারে ছেড়ে দিন।

স নিজের ব্রেস্ট নিজেই পরীক্ষা করুন।

স কোনো সমস্যা মনে করলেই ডাক্তারের পরামর্শ নিন।

স ব্রেস্ট ফিডিং ক্যান্সার প্রতিরোধ  করতে পারে।