সাহিত্য ও সাময়িকি
  শাবানা আজমি বলিউড অভিনেত্রী
  01-11-2016

 

মানবাধিকার খবর প্রতিবেদন:

 

বয়স এখন ৬৬। কিন্তু বসে নেই বহুমাত্রিক প্রতিভার অধিকারী অভিনেত্রী শাবানা আজমি। এ বয়সে অভিনয়ে যেমন ব্যস্ত তিনি, তেমনি সমাজসেবাতেও নিবেদিত। এরই মধ্যে সমাজসেবামূলক কাজে বলিউডের আইকন হিসেবে পরিচিতি পেয়েছেন। তাঁর এসব কাজের মধ্যে রয়েছে শিশু অধিকার রক্ষা, এইডস সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা। এইডস সম্পর্কে মানুষকে সচেতন করে তুলতে বিভিন্ন রাজ্যে যেমন ঘুরে বেড়ান, তেমনি প্রচারণাও চালান। নিজ দেশের জাতীয় এইডস কমিশনের একজন সদস্যও বটে তিনি। শাবানা আজমি যুক্ত আছেন মিজওয়ান ওয়েলফেয়ার সোসাইটি নামের একটি বেসরকারি সংস্থার সঙ্গে। ভারতের উত্তর প্রদেশে এটি প্রতিষ্ঠা করেছিলেন তাঁর বাবা বিখ্যাত কবি প্রয়াত কাইফি আজমি। এ ব্যাপারে শাবানার ভাষ্য, ‘আমার বাবা বিশ্বাস করতেন ভারতের অর্থনীতির উন্নতি হবে যদি গ্রামাঞ্চলের মানুষের কাছে নানা রকম সুবিধা পৌঁছে দেওয়া যায়। কারণ, ভারতের ৮০ শতাংশ মানুষই গ্রামে বসবাস করে, যারা বঞ্চিত নাগরিক সুবিধা থেকে।’ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করছে শাবানা আজমির প্রতিষ্ঠান। যেগুলোর মধ্যে রয়েছে মেয়েদের জন্য হাইস্কুল ও কলেজ, কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ কেন্দ্র। শাবানা জাতিসংঘের পপুলেশন ফান্ডের শুভেচ্ছাদূতও। কংগ্রেস তাঁকে রাজ্যসভার সদস্যপদ দেয় ১৯৯৭ সালে। শুধু তা নয়, বাংলাদেশের ব্র্যাকের আন্তর্জাতিক বোর্ডের একজন সদস্যও তিনি।