সাহিত্য ও সাময়িকি
  প্রত্যেকে তারা পরের তরে কণ্ঠশিল্পী রুনা লায়লা
  01-11-2016

 

মানবাধিকার খবর প্রতিবেদন:

 

গানের পাশাপাশি শুররু থেকেই মানুষের পাশে দাঁড়িয়েছেন রুনা। বাড়িয়েছেন সহযোগিতার হাত। শারীরিক প্রতিবন্ধীদের সহায়তার জন্য সুইড বাংলাদেশের হয়ে কাজ করছেন। ইউএনএইডসের শুভেচ্ছাদূত হয়ে এইচআইভি/এইডসের ব্যাপারে সবাইকে সচেতন করছেন। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে এইডস সম্পর্কে সচেতনতা বাড়াতে ২০১৩ সালেই শুভেচ্ছাদূত হয়েছেন সার্কের। বড় বোন দিনা লায়লার মৃত্যুর পর ঢাকায় শিশু হাসপাতালে ক্যানসারে আক্রান্ত শিশুদের জন্য একটি ওয়ার্ড গড়েছেন অনেক বছর আগেই। এখন স্বপ্ন দেখেন ক্যানসার হাসপাতাল গড়ার।