অর্থনীতি-ব্যবসা
  ভারতে শান্তিতে সমাপ্ত হলো দুর্গা উৎসব ও মহররম
  01-11-2016

মনোয়ার ইমাম, ভারত থেকে:

 

এ বছর সারা ভারতে বাঙালির খুশির উৎসব শুরু হয়েছিল ০৭ অক্টোবর থেকে যা শেষ হয় ১১ অক্টোবর ২০১৬ তে। শুধু উৎসব বললেও কম হয়। উৎসবে মাতোয়ারা ছিল সারা ভারত। কলকাতা থেকে দিল্লী, মুম্বাই, চেন্নাই, লক্ষৌ পর্যন্ত মা দুর্গাকে বরণ করতে মানুষ ভিড় জমায় ম-পে ম-পে। রস্তায় প্রতিমা দেখতে হাজার হাজার মানুষকে দাড়িয়ে দাড়িয়ে থাকতে হয়। কলকাতার ঘরতি পুজার মধ্যে নজরকাড়া ছিল মল্লিক বাড়ির পুজা। যার মূল উদ্যোগতা ছিলেন রঞ্জিত মল্লিক ও তার মেয়ে অভিনেত্রী কোয়েল মল্লিক। সেই সাথে অভিনেত্রী রানী মুখার্জ্জী, অভিনেত্রী রচনা ব্যানার্জির বাড়িতেও পুজা হয়। ভারতের রাষ্ট্র্রপতি শ্রী প্রণব মুখার্জ্জীর কার্নিহারের বাড়িতে নিজে পুজা করেন। তার পুত্র সাংসদ অভিজিৎ মুখার্জ্জী ও বহু নেতা মন্ত্রী এ পুজায় অংশগ্রহণ করেন। পশ্চিম বাংলার মন্ত্রী শ্রী শোভনদেব চ্যাটার্জ্জী, শ্রী সুজিত বসু। শ্রী অরুপ রায়ের বাড়ীর পুজায় দেখবার মতো ভিড় হয়। আর এক মন্ত্রী শ্রী সুব্রত মুখার্জ্জী একডালিয়া পার্কের পুজা নজর কেড়েছে। দুর্গাপুজা ভারত ছাড়া ইংল্যান্ড, আমেরিকা, সিঙ্গাপুর, জাপান এমনকি দুবাইতে দুর্গাপুজা হয়। প্রতিবেশী দেশ বাংলাদেশের সব জেলায় অনেক দুর্গাপুজা অনুষ্ঠিত হয়। ঢাকায় বেশ ভীড় হয়। নেপালেও দুর্গাপুজা অনুষ্ঠিত হয়েছে।

এই দুর্গাপুজাকে ঘিরে নিরাপত্তা ছিল কড়া এবং চোখে পড়ার মত যাতে অপ্রীতিকর ঘটনা না হয়, তার জন্য সামরিক বাহিনী ও পুলিশ বাহিনীর সজাগ দৃষ্টি ছিল রাস্তায় রাস্তায়। সিসি টিভিতে নজর রেখেছিল নিরাপত্তা রক্ষীরা। এরই সঙ্গে সারা বিশ্বে ও ভারতে পালিত হল পবিত্র মহররম। মুসলিমদের ধর্মগুরু হযরত ইমাম হাসান ও হোসাইন শহীদ হয়েছিল ইরাকের কারবালার প্রন্তরে। একফোটা জলের জন্য লড়াই হয়েছিল। তাতে শহীদ হয় ইমাম হাসান ও ইমাম হোসেন। সেই দিনটির স্মরণে আজও শোকদিবস হিসেবে পালিত হয় পবিত্র মহররম। তাই মুসলিম ধর্মপ্রাণ মানুষ প্রার্থনা, রোজা, গরীব ও মিসকিনদের দান-খয়রাত দিয়ে তারা পালন করে মহররম। কথা ও তাজিয়া, নকল লড়াই করে মহররম পালন করে মুসলিম ধর্মপ্রাণ মুনুষেরা।