রাজনীতি
  প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্তই নিয়েছেন
  01-11-2016

আওয়ামীলীগের নতুন কমিটিকে

স্বাগত জানিয়ে কাজী আকরাম উদ্দিন আহমদ

প্রধানমন্ত্রী সঠিক সিদ্ধান্তই নিয়েছেন

মানবাধিকার খবর প্রতিবেদন:

 

আওয়ামীলীগের নতুন কমিটি নিয়ে নিজের মূল্যায়ন তুলে ধরে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ বলেছেন, ‘আমার নেত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঠিক সিদ্ধান্তই নিয়েছেন। কারণ, এখন তিনি যেভাবে কাজ চালিয়ে যেতে চান, সেভাবে কাজ চালানোর জন্যই নতুন কমিটিতে রদবদল করেছেন। এ কমিটি নিয়ে আমরা অত্যন্ত আশাবাদী। প্রধানমন্ত্রীর যে কর্মসূচি আছে, তা বাস্তবায়নের জন্য সর্বপ্রকার সহযোগিতা তাকে করতে হবে।’ এতে আওয়ামী লীগের নতুন কমিটি সফল হবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর এই নিকটাত্মীয়। সম্প্রতি গণমাধ্যমের সাথে আলাপকালে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন এফবিসিসিআই’র সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সদ্যবিদায়ী কমিটির উপদেষ্টা কাজী আকরাম উদ্দিন আহমদ বলেন, ‘নতুন কমিটির কাছে জাতির অনেক প্রত্যাশা। বর্তমান সরকার ও আওয়ামী লীগের কাছে জাতির যে প্রত্যাশা, নতুন কমিটির কাছেও একই প্রত্যাশা। ২০২১ সালে আমরা মধ্য আয়ের দেশে রূপান্তরিত হব এবং ২০৪১ সালে সমৃদ্ধশালী উন্নত দেশে পরিণত হব। দারিদ্র্যমুক্ত হব। আজ বিশ্ব তাকিয়ে আছে বাংলাদেশের দিকে। যারা আমাদের (বিশ্বব্যাংক) পদ্মা সেতু প্রকল্পে ঋণ দিল না, তারাই আজ বলছে, বাংলাদেশ দারিদ্র্য বিমোচনে যে ভূমিকা রেখেছে, তা অপ্রত্যাশিত।’ দারিদ্র্য দূরীকরণই আওয়ামী লীগের নতুন কমিটির চ্যালেঞ্জ দাবি করে এই ব্যবসায়ী নেতা আরও বলেন, ‘দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যে দুটি দেশ ধ্বংস হয়ে গিয়েছিল সেই জাপান ও জার্মানি আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। সেই দুটি দেশ বিশ্বে আজ অন্যতম অর্থনৈতিক শক্তি। সেজন্য আমাদের দেশে শিল্পায়ন সবচেয়ে বেশি দরকার। এই লক্ষ্যে প্রধানমন্ত্রী ১০০ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সাহসী পদক্ষেপ নিয়েছেন। এটা পুরোপুরি বাস্তবায়ন হলে বাংলাদেশ প্রত্যাশিত সুফল ভোগ করবে।