রাজনীতি
  দুর্নীতিবাজদের মেরুদন্ড ভেঙে দেওয়া হবে
  01-11-2016

 

 

মানবাধিকার প্রতিবেদন:

 

কাউকেই দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ ভোগ করতে দেওয়া হবে না। দুর্নীতিবাজদের মেরুদন্ড ভেঙে দেওয়া হবে। তাদের সম্পদ আইনি প্রক্রিয়ায় বাজেয়াপ্ত করে রাষ্ট্রের অনুকূলে আনা হবে। একই সঙ্গে ঘুষের মামলায় যাদের গ্রেফতার করা হবে, তাদের কাছ থেকে ওই টাকা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে আসামিকে আদালতে সোপর্দ করা হবে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষে এক বৈঠকে এসব কথা বলেন কমিশনের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মুনীর চৌধুরী।

সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপ-পরিচালক পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে মুনীর চৌধুরী কর্মকর্তাদের নির্ভয়ে দুর্নীতিবিরোধী অভিযান পরিচালনার নির্দেশ দেন।