রাজনীতি
  তিন যুবককে বেঁধে নির্যাতন
  01-11-2016

 

লক্ষ্মীপুর সংবাদদাতা:

 

লক্ষ্মীপুরে চুরির অপরাধে সেইফ ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে পৌর শহরে তিন যুবককে বিদ্যুতের খুঁটির সঙ্গে হাত-পা বেঁধে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে।। ২১ অক্টোবর শুক্রবার দুপুরে লক্ষ্মীপুর পৌর শহরের টাউন হল টাউন রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িতদের বিচারের দাবি করে স্থানীয়রা জানান, টাউন হল টাউন রোডের সেইফ ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা-কর্মচারীরা চোর সন্দেহে তিন যুবকের মাথার চুল কেটে মারধর শেষে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। পরে স্থানীয়রা খবর দিয়ে পুলিশ গিয়ে নির্যাতিত তিন যুবককে উদ্ধার করে।

নির্যাতিত রামগতি উপজেলার মাসুদ ও লিটন জানান, বাড়ি ফেরার পথে তাদের গতিরোধ করে নিয়ে যায় কয়েকজন যুবক। পরে চোর চোর বলে চিৎকার করতে থাকে। তারা চুরির সঙ্গে জড়িত নয় এমন দাবির পরেও তাদের সেইফ ডায়াগনস্টিক সেন্টারের পেছনে নিয়ে মারধর ও মাথা ন্যাড়া করে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেঁধে রেখে নির্যাতন করা হয়। সেইফ ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার বেলাল হোসেন জানান, তাদের চিকিৎসা সেন্টারে এক রোগীর কিছু টাকা চুরি হয়। তাদের ব্যবহৃত সিসি ক্যামেরায় চোর শনাক্ত করা হয়। পরে স্থানীয় কয়েকজন ওই তিন যুবককে সেইফ ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আসে। এরপর তাদের নিয়ে কী করা হয়েছে, তা তিনি জানেন না। চোরকে মারধর ও নির্যাতনে সেইফ ডায়াগনস্টিক সেন্টারের কেউ জড়িত নন বলে দাবি করেন তিনি।

লক্ষ্মীপুর সদর থানার ওসি আবদুল্লাহ্ আল মামুন ভুইয়া জানান, চুরির অপরাধে স্থানীয়রা তিন যুবককে ধরে মারধর শেষে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। উদ্ধার তিন যুবককে সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।