অর্থনীতি-ব্যবসা
  মদমুক্ত পশ্চিমবঙ্গ গড়ার দাবি
  01-10-2016

 

কলকাতা প্রতিনিধি:

 

পশ্চিমবঙ্গের সর্বত্র এখনো মিলছে মদ। মদের জন্য রয়েছে যত্রতত্র লাইসেন্সধারী মদের দোকান। তাই এই মদ পানের সুযোগের সূত্র ধরে পশ্চিমবঙ্গে যুবসমাজ আসক্ত হয়ে পড়ছে মদের প্রতি দিন দিন। তাই মদমুক্ত পশ্চিমবঙ্গ গড়ার দাবি নিয়ে কলকাতায় দুটি বাম সংগঠনের প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় সম্প্রতি। দুটি প্রতিবাদ মিছিলই বের হয় কলেজ স্কোয়ার থেকে। শেষ হয় ধর্মতলার দুটি পৃথক স্থানে।

একটি প্রতিবাদ মিছিল বের করে ফরোয়ার্ড ব্লকের যুব সংগঠন যুবলীগ আর অন্য মিছিলটি বের করে এসইউসিআই’র সর্বভারতীয় মহিলা সাংস্কৃতিক সংগঠন। এই দুটি মিছিলে ওইদিন কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে উত্তর কলকাতা। প্রতিবাদ মিছিলকারীরা অবিলম্বে মদমুক্ত পশ্চিমবঙ্গ গড়ের তোলার দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। পরে এই দুই দলের তরফ থেকে দাবি সম্বলিত পৃথক দুটি স্মারকলিপি পেশ করা হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বরাবরে।