অর্থনীতি-ব্যবসা
  চুল বিক্রি করে দু’মাসে মন্দিরের আয় ১৮ কোটি রুপি!
  01-10-2016

 

কলকাতা প্রতিনিধি:

 

দেবতার উদ্দেশ্যে মানতকরা চুল বিক্রি করে ভারতের সবচেয়ে বিত্তবহুল বালাজি মন্দিরে গত জুলাই ও আগস্ট মাসে আয় হয়েছে ১৭ কোটি ৮২ লাখ রুপি। বালাজি মন্দিরের অবস্থান অন্ধ্র প্রদেশে। পৃথিবীর সবচেয়ে বিত্তশালী মন্দির হিসেবে এখনো বিবেচিত হয় এই মন্দির। তিরুমালা পর্বতে অবস্থান এই মন্দিরের।

এই মন্দিরের জনসংযোগ কর্মকর্তা তালারি রবি সম্প্রতি সাংবাদিকদের এই তথ্য দিয়ে বলেছেন, ভক্তরা তাদের মানতকরা চুল প্রদান করে থাকে এই মন্দিরের দেবতা তিরুপতি বালাজির চরণে। তিনি আরও বলেছেন, ২০১৬-১৭ এই অর্থ বছরে ২ হাজার ৬৭৮ কোটি টাকার বাজেট পেশ করা  হয়েছে। চুল বিক্রি করে আয় ধরা হয়েছে ১৫০ কোটি রুপি। এবছর কেনা হবে ৩৯.৩২ লাখ লিটার দুধ । এজন্য খরচ হবে ১১.২৮ কোটি রুপি। ভক্তদের শিশুদের বিনামূল্যে দেওয়া হবে এই দুধ। এছাড়াও মন্দিরের প্রসাদ লাড্ডু তৈরি ও অন্যান্য  ধর্মাচরণে ব্যবহার করার জন্য ২.২৫ লাখ কেজি ঘি কেনা হবে। এজন্য খরচ হয়েছে ৮ কোটি ৪৬ লাখ রুপি। এই ঘি কেনা হবে হরিয়ানার কারনান মিলক ফুডস লিমিটেড থেকে।

২ হাজার বছরের পুরনো এই মন্দির দর্শনে প্রতি বছর ১০ মিলিয়ন ভক্তের সমাগম হয়।