লাইফস্টাইল
  ডাক্তারের ভুল চিকিৎসায় দিনমজুর জাহাঙ্গীরের মানবেতর জীবনযাপন
  01-09-2016

 

মানবাধিকার খবর প্রতিবেদন:

 

গত ১৬ই আগস্ট মানবাধিকার খবরে এসে দিনমজুর জাহাঙ্গীর ব্যাপারী(৩৫) লিখিত অভিযোগ জানান। গত বছর এপ্রিল মাসে জাহাঙ্গীরের শরীরে প্রচ- ব্যাথা অনুভব করলে প্রথমে সে শের-ই বাংলা নগরে ন্যাশনাল ইন্সিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে যান। সেখানে চিকিৎসা ও সিটের জন্য তদবির করতে থাকেন। বহি: জরুরী বিভাগে টিকেট সংগ্রহ করে উক্ত হাসপাতালের ব্রেইন, নার্ভ ও স্পাইন সার্জন সহকারী অধ্যাপক ও নিউরো সার্জারী ডা: মো: মোখলেছুর রহমান মুকুলের কাছে চিকিৎসা নেন। উক্ত ডাক্তার তার লোক মারফত বলেন কেয়ার স্পেশালাইজড হাসপাতালে তার ব্যক্তিগত চেম্বারে গিয়ে চিকিৎসা নিলে কম খরচে অপারেশনসহ অন্যান্য চিকিৎসা দেওয়া হবে। সেই মোতাবেক জাহাঙ্গীর ফকির চিকিৎসা নিতে শুরু করেন। পরীক্ষা-নীরিক্ষা করে দেখা যায় তার ব্যাক স্পাইনে সমস্যা আছে, অপারেশন করতে হবে। অনেক কষ্টে অপারেশনের টাকা সংগ্রহ করে ডাক্তারের কাছে গেলে উক্ত ডাক্তার অপারেশন করে। অপারেশনের পর তার একটি পা সম্পূর্ণ অচেতন হয়ে যায় এবং মারাত্মক যৌন সমস্যাসহ বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তার শারিরীক কোন উন্নতি না দেখে গত ১৯ সেপ্টেম্বর  হাড় জোড়া ও পঙ্গু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ রফিকুল করিমসহ অন্যান্য ডাক্তারদের সরনাপন্ন হন। আগের চিকিৎসায় ভুল হয়েছে বলে ডাক্তাররা জানান। ভুল চিকিৎসার ব্যাপারে জাহাঙ্গীর ব্যাপারী জানতে চাইলে সংশ্লিষ্ট ডাক্তার মোঃ মোখলেছুর রহমান এই বিষয় নিয়ে বেশী বাড়াবাড়ি করলে দেখিয়ে দেবে বলে হুমকি দিয়ে বের করে দেয়।

দিনমজুর জাহাঙ্গীর ব্যাপারীর বাড়ি শরিয়তপুর জেলার ঢামুড্ডা থানার ধানকাঠী গ্রামে। তার পিতার নাম মৃত লোকমান ব্যাপারী।

এ ব্যাপারে সংশ্লিষ্ট অভিযুক্ত ডাক্তার মোখলেছুর রহমানের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে গত ২৯ আগস্ট দুপুরে অভিযোগগুলি অস্বীকার করে বলেন, উক্ত জাহাঙ্গীর ব্যাপারী আমার কাছে চিকিৎসা নেওয়ার আগে অন্য জায়গায় ভূল চিকিৎসার শিকার হন। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী দৈনন্দিন কাজকর্ম ও চলাফেরা না করার কারণে তার সমস্যাগুলি প্রকট আকার ধারণ করে। তিনি আরও বলেন একটি অপারেশনে রোগী ঠিক আগের অবস্থানে ফিরে যেতে পারে না। কিছু ত্রুটি হলেও থেকে যায়। তাকে এভাবে বুঝিয়ে কাউন্সিলিং করা দরকার।