লাইফস্টাইল
  জন কেরির ঝটিকা সফর ॥ হাসিনা-খালেদার সাথে বৈঠক জঙ্গি-সন্ত্রাসবাদ মোকাবিলায় সহযোগিতার আশ্বাস
  01-09-2016

মানবাধিকার খবর প্রতিবেদন:

বাংলাদেশে প্রথমবারের মতো সংক্ষিপ্ত সফরে এসে এদেশের উন্নয়ন দেখে অভিভূত, উচ্ছ্বসিত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। আর্থ-সামাজিকসহ সব খাতে ক্রমবর্ধমান এ উন্নতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, বাংলাদেশ দুর্দান্ত কাজ করছে। ২৯ আগস্ট সোমবার বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এ ছাড়া জঙ্গি ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের সঙ্গে একত্রে লড়াই করতে যুক্তরাষ্ট্র আগ্রহী বলে প্রধানমন্ত্রীকে জানান কেরি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে আবারও বিশেষজ্ঞ সহযোগিতা প্রদানের প্রস্তাব দেন তিনি। কেরি বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে উন্নয়ন সহযোগী হিসেবে ও জঙ্গি-সন্ত্রাসবাদ মোকাবিলায় আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। -

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বেঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। বেঠক শেষে দলটি বলেছে, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, আইনের শাসন, মানবাধিকার রায় যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে। এদিকে গণতন্ত্র প্রতিষ্ঠায় সব দলের অংশগ্রহণে একটি অবাধ ও নিরপে নির্বাচনের ওপর গুরুত্বারোপ করেন খালেদা জিয়া। ২৯ আগস্ট বিকালে বারিধারায় যুক্তরাষ্ট্রের চ্যান্সারি কমপ্লেক্স ভবনে এ বৈঠক হয়। জন কেরি অন্যান্য কর্মসূচীতে অংশগ্রহণ করে ঐদিন দিল্লীর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।