ইসলাম
  মানুষ মানুষের জন্য বন্যা দূর্তদের সহায়তায় এগিয়ে এলেন মাশরাফি-সুমন
  01-09-2016

 

নিজস্ব প্রতিবেদক :

 

বন্যাদুর্গতের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন নড়াইল এক্সপ্রেস। বন্যাকবলিত মানুষের মাঝে বিশুদ্ধ পানি পৌঁছে দিতে প্রাণ ড্রিংকিং ওয়াটার আয়োজন করে ‘ওয়াকাথন’ প্রতিযোগিতা। ২৬ আগস্ট সকালে রাজধানীর পূর্বাচল এক্সপ্রেস হাইওয়েতে (৩০০ ফুট) পাঁচ কিলোমিটারব্যাপী এ হাঁটা প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রাণের এমন উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং বিসিবির নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।

প্রাণ ড্রিংকিং ওয়াটারের ব্র্যান্ড অ্যাম্বাসাডর মাশরাফি, সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, প্রাণ বেভারেজ লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা আনিসুর রহমান, বিপণন প্রধান আতিকুর রহমান ও সহকারী ব্র্যান্ড ম্যানেজার আবদুল্লাহ আল জুবায়েরসহ প্রায় ২ হাজার মানুষ এ ওয়াকাথনে অংশগ্রহণ করেন। যতজন প্রতিযোগী অংশ নিয়েছেন সেই পরিমাণ বোতল পানি বন্যাকবলিত মানুষকে সহায়তা করা হবে। এ আয়োজন নিয়ে মাশরাফি বলেন, প্রাণ ড্রিংকিং ওয়াটার একটি শুভ উদ্যোগ নিয়েছে। বন্যাকবলিত মানুষের জন্য এটা একটা ভালো উদ্যোগ। মানুষকে সাহায্য করার এ ইভেন্টে সবার সম্পৃক্ততা দেখে ভালো লাগছে।

হাঁটার এ প্রতিযোগিতায় অংশ নিতে সকাল থেকেই তরুণ-তরুণীদের ভিড়ে উৎসবমুখর হয়ে ওঠে পূর্বাচল এক্সপ্রেস হাইওয়ে।