রাজনীতি
  ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার জন্মাষ্টমী পালিত
  01-09-2016

নিজস্ব প্রতিবেদক :

 

ধর্মীয় ভাবগাম্ভীর্য, ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে রাজধানীসহ সারাদেশে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ভগবান শ্রী কৃষ্ণ’র শুভ জন্মাষ্টমী। জন্মাষ্টমী বা কৃষ্ণ জন্মাষ্টমী বিষ্ণুর অবতার কৃষ্ণের জন্মদিন হিসেবে পালিত হয়। এর অপর নাম কৃষ্ণাষ্টমী, গোকুলাষ্টমী, অষ্টমী রোহিণী, শ্রীকৃষ্ণজয়ন্তী ইত্যাদি। হিন্দু পঞ্জিকা মতে, সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়। হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন এ দিনে উপবাসে সপ্ত জন্মকৃত পাপ বিনষ্ট হয়। আর তাই আজ তারা উপবাস করে লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা করেন। এর সঙ্গে যুক্ত হয়, পূজার্চ্চনা, আরাধানা, জন্মাষ্টমীর মিছিল, শোভাযাত্রাসহ দিনব্যাপি নানা আয়োজন। এ উপলক্ষে  সারাদেশে আনন্দের বন্যা বইয়ে যায় হিন্দু ধর্মাবলম্বীদের মাঝে। জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটির উদ্যোগে  সকালে পুজা, আরাধনা ও গীতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। রাতে অনুষ্ঠিত হয় শ্রীকৃষ্ণ পূজা।

বিকাল তিনটায় রাজধানীর পলাশী প্রাঙ্গন থেকে শুরু হয় ঐতিহ্যবাহী জন্মাষ্টমী মিছিল ও শোভাযাত্রা। শোভাযাত্রাটি হাইকোর্ট হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন, গোলাপশাহ মাজার, গুলিস্তান হয়ে নবাবপুর দিয়ে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। পলাশীর মোড়ে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। শোভাযাত্রার উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন। শোভাযাত্রায় বিভিন্ন বয়সী হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ অংশ নেন। এ সময় অনেকেই বিচিত্র সাজে খোল, করতাল, ঢাক বাজিয়ে নেচে গেয়ে আনন্দ প্রকাশ করেন।