লাইফস্টাইল
  অক্সিজেন ফ্যাক্টরী সোসাইটির উদ্যোগে বিক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
  01-07-2016

গাজীপুর প্রতিনিধি:

 

একটি সবুজ পৃথিবী গড়ে তোলার স্বপ্নে  এ স্লোগানকে ধারণ করে শ্রীপুরের শতাধিক তরূণের উদ্দোগে অক্সিজেন ফ্যাক্টরী সোসাইটি নামে একটি সংঘটনের যাত্রা শুরূ হয়। এরই ধারাবাহিকতায় শ্রীপুরের বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা এবং আঞ্চলিক সড়কের পাশে এ বছর প্রায় পাঁচহাজার গাছের চারা রোপনের মহৎ এ উদ্দোগ গ্রহণ করেছে সংঘঠনটি। গতকাল রোজবোধবার সকাল ১১:০০ টায় হাজী ছোটকলিম উচ্চবিদ্যালয় চত্বরে  ছোটকলিম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান সজলসহ: প্রধান শিক্ষক দিলশাদ ইসলাম সহ সকল শিক্ষকমন্ডলী, আক্সিজেন ফ্যাক্টরীর শতাধীক তরুণ ও ঐ স্কুলের শতশত শিক্ষাথর্থীদের নিয়ে প্রধান শিক্ষক ৩০ টি গাছের চারা বিদ্যালয় প্রঙ্গনে রোপন করেন।  পরে একই দিনে খাঁনবাড়ী সাজারাতুল উলুম কওমি মাদ্রাসা প্রাঙ্গনে আরো ৫০ টি চারা রোপন করা হয়।