লাইফস্টাইল
  সাহায্যের আবেদন হৃদরোগী আরাফাত বাঁচতে চায়
  01-07-2016

 

নাটোর প্রতিনিধি :

 

আরাফাত বয়স ৫ বছর। বাবা মায়ের আদরের ছেলে । সুন্দর ফুটফুটে ছেলেটি যে জন্মলগ্ন থেকে হৃদরোগে আক্রান্ত হবে তা কে জানতো। আরাফাত নাটোরের সিংড়া উপজেলার নলবাতা গ্রামের ইসরাফিল ও আমেনার পুত্র।  সবে মাত্র সে বড় হয়েছে। কিন্তু শৈশবের আনন্দ অনেকটা হারাতে বসেছে। যে বয়সে স্কুলের বারান্দায় যাবার জন্য মন ছটফট করে সে সময় বাবা মায়ের সাথে হাসপাতাল, ক্লিনিক এবং ডাক্তারখানায় ঠাঁয় হয়েছে তার।

আরাফাতের মা আমেনা জানান, নাটোর,বগুড়া,রাজশাহী বিভিন্ন জায়গায় চিকিৎসা করেছি। কিন্তু কোথাও সুফল পাইনি। পরে রাজশাহীর ডাক্তার ইকবাল বারীর পরামর্শে তাকে ঢাকায় নিয়ে যাই। ঢাকার শ্যামলীর ট্রমা সেন্টারে চিকিৎসা করানো হচ্ছে। ডাক্তার বলেছে ৩ লক্ষ টাকা লাগবে, এ টাকা জোগাড় করার মতো কোন সামর্থ্য আমাদের নাই। এজন্য ছেলের অপারেশনের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরছি ।

আরাফাতের পিতা বলেন, আমার জমিজমা বিক্রি করে এ পর্যন্ত  চিকিৎসা করেছি এখন আমি নিঃস্ব প্রায়। খেয়ে না খেয়ে কোনরকম বেঁচে আছি ।

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সমাজের বিত্তবানদের সাহায্য পেলে আরাফাতের  মুখে হাসি ফুটতে পারে। গরীব এ পরিবারের কাছে ৩ লক্ষ টাকা  একটা জীবনের ভবিষ্যৎ নির্ভর করছে। যদি কোন সহৃদয় ব্যক্তি সাহায্যের হাত বাড়ান তবে জনতা ব্যাংক, হাতিয়ান্দহ শাখা,সিংড়া,নাটোরের হিসাব নং ০০২০৬৯৭৩৬ তে আর্থিকভাবে সহায়তা করতে পারেন।