অর্থনীতি-ব্যবসা
  মমতার সঙ্গে সৌজন্য সাখ্যাত বাংলাদেশের হাই কমিশনারের তিস্তার পানিবন্টন চুক্তি সম্পাদনের আশ্বাস
  01-07-2016

 

দিশা বিশ্বাস, কলকাতা থেকে :

 

দ্বিতীয় দফায় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ায় বাংলাদেশের পখ্য থেকে তাঁকে গত ২০ জুন শুভেচ্ছা জানাতে কলকাতায় আসেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলি । সঙ্গে আসেন দিললিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার সালাউদ্দিন নোমান চৌধুরী। এদিন বিকেল ৩টায় পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় নবান্নে মুখ্যমন্ত্রীর দপ্তরে সাখ্যাৎ করেন বাংলাদেশের হাইকমিশনার। এসময় তাঁর সঙ্গে ছিলেন দিলি ও কলকাতায় নিযুক্ত দুই ডেপুটি হাইকমিশনার সালাউদ্দিন নোমান চৌধুরী  ও জকি আহাদ কলকাতা উপহাইকমিশনে নিযুক্ত হেড অফ চ্যান্সারী মাইনুল কবির।   প্রায় এক ঘন্টা মমতার সঙ্গে কথা হয় বাংলাদেশের প্রতিনিধিদের। এসময় মমতা দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিক তুলে ধরে বলেন, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা হবে। সংস্কৃতির বিনিময় বাড়াতে হবে। দ্বিপাখ্যিক স্বার্থ সংশিলিস্ট বিষয়ের সমাধান এবং উন্নয়নে প্রচেস্টা অব্যাহত থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশে জঙ্গি দমনে প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রশংসা করেন এবং এই উদ্যোগকে স্বাগত জানান।

সাখ্যাৎকার শেষে নবান্ন থেকে বের হওয়ার পথে নবান্নে অপেখ্যমান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশের হাই কমিশনার মোয়াজ্জেম আলি বলেন, মুখ্যমন্ত্রী মমতার বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর হৃদ্যতাপূর্ণ পরিবেশে কথা হয়েছে। তিস্তার পানি বন্টন চুক্তি সম্পাদন প্রশ্নে মুখ্যমন্ত্রী তাঁকে এই বলে আশ্বস্ত করেছেন, আপনারা ভরসা রাখুন। তিস্তার পানিবন্টন চুক্তি সম্পাদনের জন্য। এই লখ্যে আমরা আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেব। বাংলাদেশ থেকে ভারতে ইলিশ মাছ রপ্তানী প্রসঙ্গে হাই কমিশনার বলেন, ইলিশ সংরখ্যণ করার প্রয়োজনীয় পদখ্যেপ গ্রহণের পর আমরা ইলিশ রপ্তানীতে উদ্যোগ নেব।

মমতা দ্বিতীয় মেয়াদের জন্য মুখ্যমন্ত্রী হওয়ায় তাঁকে শুরুতেই শুভেচ্ছা জানান বাংলাদেশের প্রতিনিধিরা। মমতার হাতে তুলে দেওয়া হয় পুস্পস্তবক,জামদানি শাড়ি নৌকা প্রতীক,  শেখ হাসিনার লেখা বই সহ অন্যান্য উপহার সামগ্রী। বাংলাদেশের পখ্য থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হলে মমতা সেই আমন্ত্রণ গ্রহণ করে বলেছেন সময় সুযোগমত তিনি বাংলাদেশে যাবেন। এরআগে মমতা দ্বিতীয় বারের জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর তাঁকে বাংলাদেশের পখ্য থেকে পদ্মার ইলিশ পাঠানো হয়েছিল শুভেচ্ছা স্বরূপ গত ২৬ মে ।