ইসলাম
  লক্ষ কোটি ভক্তকে আশাহত করে কোপা থেকে ব্রাজিলের বিদায়
  01-07-2016

মানবধিকার খবর ডেস্ক :

ব্রাজিলকে কোপা আমেরিকা টুর্নামেন্ট থেকে বিদায় করে দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে পেরু। ১৩ জুন খেলার ৭৫ মিনিটের মাথায় রাউল রুইডিয়াজের একটি বিতর্কিত গোলে ১-০ গোলে জয় পায় পেরু।

রিপ্লেতে দেখা যায়, এন্ডি পোলোর ক্রস গোললাইন পার করতে বদলি খেলোয়াড় রাউল তার হাত ব্যবহার করেছিলেন।

ব্রাজিলের প্রতিবাদের মুখে রেফারি তার লাইন্সম্যানদের সাথে আলোচনা করেন, তবে শেষপর্যন্ত গোলের সিদ্ধান্তই বহাল রাখেন। খেলাটি অনুষ্ঠিত হয় ম্যাসাচুসেটসের ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে।  ১৯৮৭ সালের পর এই প্রথম ব্রাজিল কোপা আমেরিকার গ্রুপপর্ব থেকে বাদ পড়লো।

পেরু কোপা আমেরিকার গতপর্বেও সেমিফাইনাল পর্যন্ত খেলেছিল।

 

বরখাস্ত ব্রাজিল কোচ দুঙ্গা

 

এদিকে ব্রাজিলের কোচের পদ থেকে দুঙ্গাকে বরখাস্ত করা হয়েছে। ১৪ জুন  এক বিবৃতিতে ব্রাজিলের ফুটবল ফেডারেশন দুঙ্গাসহ পুরো কোচিং স্টাফকে ছাটাই করার সংবাদ জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে।

কোপা আমেরিকার গ্রুপ পর্বে প্রথম ম্যাচে ইকুয়েডরের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল ব্রাজিল। এরপরের ম্যাচে হাইতিকে ৭-১ ব্যবধানে হারিয়ে শেষ আটে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করেছিল। কিন্তু তৃতীয় ম্যাচে পেরুর কাছে বিতর্কিত এক গোলে হেরে বিদায় নেয় ব্রাজিল।

পেরুর কাছে হারার পর সাংবাদিকদের কাছে ব্রাজিলের কোচ দুঙ্গা জানিয়েছিলেন, তিনি চাকরি হারানো নিয়ে ভীত নন। ব্রাজিল দলকে পুনর্গঠন করার জন্য আরও সময়ের প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত চাকরিটা আর রাখতে পারলেন না তিনি।