রাজনীতি
  বার্ষিকপ্রতিবেদনগ্রহণকালেরাষ্ট্রপতি মানবাধিকারকমিশনকেআরও তৎপরহতেহবে
  01-07-2016

 

নিজস্ব প্রতিবেদক :

 

সরকারকে দায়িত্বশীল রাখতে জাতীয় মানবাধিকার কমিশনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ১৪ জুন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে তাদের বার্ষিক প্রতিবেদন-২০১৫ পেশ করতে গেলে রাষ্ট্রপতি এই আহ্বান জানান।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো : জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, ‘সাক্ষাতের সময় প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত করেন।’

এ সময় রাষ্ট্রপতি বলেন, ‘মানবাধিকার কমিশন সরকারের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’

রাষ্ট্রপতি মো : আবদুল হামিদ মানবিাধিকার কমিশনের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন বলেও জানান প্রেস সচিব।

প্রতিনিধি দল কমিশনকে আরও কার্যকর করতে বিদ্যমান ‘সম্মানিত সদস্য’দের পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ দেওয়ার সুপারিশ করেছেন।