অর্থনীতি-ব্যবসা
  বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ করে দেব -আসামের হবু মুখ্যমন্ত্রী
  02-06-2016

মনোয়ার ইমাম, ভারত থেকে : 

আসামের সঙ্গে থাকা বাংলাদেশের সীমান্ত বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন আসামে বিজেপি সমর্থিত মুখ্যমন্ত্রী প্রার্থী সর্বানন্দ সোনোয়াল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির সঙ্গে এক সাক্ষাৎকারে ১৯ মে তিনি এ ঘোষণা দেন। সর্বানন্দ সোনোয়াল (৫৪) বলেন, ‘অনুপ্রবেশ বন্ধে আমরা প্রথমেই ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দেব।’ প্রকৃত ভারতীয় নাগরিকদের নামের একটি তালিকা তৈরি করা হবে বলেও জানান সর্বানন্দ সোনোয়াল।

সর্বানন্দ সোনোয়াল বলেন, অনুপ্রবেশ, ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ করা, ছোট পরিসরে চা উৎপাদনকারীদের সমস্যা ও বেকারত্বের মতো ইস্যুগুলোই তার প্রধান চ্যালেঞ্জ। এ ইস্যুর সমাধানে সরকার মিত্রদের সঙ্গে নিয়ে একযোগে কাজ করবে।

প্রসঙ্গত, ভারতের আসাম রাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। সর্বশেষ তথ্য অনুযায়ী, ১২৬টি আসনের মধ্যে ৮৯টিতেই এগিয়ে আছে তাদের জোট। বিপরীতে রাজ্যের বর্তমান ক্ষমতাসীন কংগ্রেস এগিয়ে রয়েছে মাত্র ২১টিতে।