বিনোদন
  নারীকে নিয়ে লিখে বুকার পুরস্কার পেলেন কোরিয় লেখিকা
  02-06-2016

মানবাধিকার খবর ডেস্ক :

 কোরিয় লেখিকা হান কাং পেলেন এ বছরের আন্তর্জাতিক সাহিত্যের সম্মানজনক পুরস্কার ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ। কোরিয় ভাষায় লেখা নিজের প্রথম উপন্যাস দা ভেজেটারিয়ান-এর জন্য তিনি এ পুরস্কার জিতেছেন।

 

এটি ইংরেজিতে অনুবাদ করেন ব্রিটিশ অনুবাদক ডেবোরাহ স্মিথ। আর এ কারণে পুরস্কার হিসেবে পাওয়া ৫০ হাজার পাউন্ড দুজনকে ভাগাভাগি করে নিতে হবে।

এবারই প্রথম বিদেশি ভাষায় লেখা কোনো অনুদিত বই বুকার পুরস্কার জিতল।

বুকার পুরস্কারের জন্য এবার যেসব সাহিত্যিক মনোনীত হয়েছিলেন তারা হচ্ছেন: তুরস্কের ওরহান পামুক, ইতালির এলেনা ফেরেনেট, অ্যাঙ্গোলার ওয়ার্ডসস্মিথ জোসে এদুয়ার্দো আগুয়ালুসা, চীনের ইয়ান লিয়াঙ্ক ও অস্ট্রেলিয়ার উপন্যাসিক রবার্ট স্মিথালার।

দা ভেজিটারিয়ান উপন্যাসের কাহিনী গড়ে ওঠেছে এক নারীকে কেন্দ্র করে যিনি একসময় মানুষের বর্বরতার প্রতিবাদে মাংস খাওয়া বর্জন করেন।

ধীরে ধীরে ওই নারী নিজেকেই বৃক্ষ হিসেবেও কল্পনা করতে শুরু করেন।

বুকার পুরস্কার কমিটির চেয়্যারম্যান বয়েড থনকিন হান কাংয়ের সাহিত্য সম্পর্কে বলেছেন, তার কাজ অবিস্মরণীয় শক্তিশালী এবং মৌলিক।

তিনি এ বইয়ের অনুবাদ কাজেরও প্রশংসা করেছেন।