খেলাধুলা
  জাতীয় সংসদে ওঠছে ২ জুন আসছে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার বাজেট
  02-06-2016

নিজস্ব প্রতিবেদক : 

জাতীয় সংসদে ২০১৬-১৭ অর্থ-বছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন করা হবে আগামী ২ জুন। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিকেল ৩টায় বাজেট উপস্থাপন করবেন। এটি হবে অর্থমন্ত্রী হিসেবে মুহিতের অষ্টম বাজেট।

আগামী ১ জুন চলতি সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ কথা জানা গেছে।

সূত্র জানিয়েছে, এবারে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হতে পারে। সংসদে ২ জুন ২০১৬-১৭ অর্থ-বছরের প্রস্তাবিত বাজেট, চলতি ২০১৫-১৬ অর্থ-বছরের সংশোধিত বাজেট ও ২০১৬ সালের অর্থবিল উপস্থাপন করা হবে।

৬ জুন ২০১৫-১৬ অর্থ-বছরের সংশোধিত বাজেট নিয়ে আলোচনার পরে ৭ জুন তা জাতীয় সংসদে পাস হওয়ার কথা রয়েছে। নতুন অর্থ-বছরের বাজেট নিয়ে সাধারণ আলোচনা শুরু হবে ৮ জুন এবং শেষ হবে ২৮ জুন।