রাজনীতি
  ৫ জুন প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান
  02-06-2016

আনন্দের সাথে জানাচ্ছি যে, মানবাধিকার বিষয়ক এশিয়ার একমাত্র নিয়মিত সৃজনশীল প্রকাশনা- মাসিক ‘মানবাধিকার খবর’ পঞ্চম বর্ষে পদার্পণ  উপলক্ষে আগামী ৫ জুন, রবিবার, বেলা ২.৩০ মিনিটে জাতীয় প্রেসক্লাব কনফারেন্স লাউঞ্জে ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী রাশেদ খান মেনন উপস্থিত থাকবেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম. আমির-উল ইসলাম, ব্যারিস্টার রফিক-উল হক, বাংলাদেশ বার কাউন্সিলের ফিনান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট শ.ম. রেজাউল করিম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, রোটারি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ এর ডিস্ট্রিক্ট গভর্ণর এস.এ.এম. সওকত হোসেন, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. আব্দুর রহিম খান, এশিয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হারুন-উর-রশিদসহ দেশবরেণ্য ব্যক্তিবর্গ।

উক্ত প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে মানবাধিকার খবরের পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা, উপদেষ্টা, ঢাকাসহ সারাদেশের প্রতিনিধি ও শুভানুধ্যায়ীদের সবান্ধবে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।