পর্যটন
  নাজিরপুরে বিশ্ব বই দিবস উদযাপন
  01-05-2016

২৩ এপ্রিল ইউনেস্কো ঘোষিত বিশ্ব বই দিবস ২০১৬। পৃথিবীর প্রায় ১০০টি দেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই দিবসটি পালন করা হয়ে থাকে। এই দিবসের অন্যতম উদ্দেশ্য তরুনদের বই পড়ায় আগ্রহী করে তোলার জন্য পাঠাভ্যাসের প্রসার ও সুযোগ বৃদ্ধি করা। বিশ্ব সাহিত্য কেন্দ্র এবং শিক্ষা মন্ত্রনালয়ের সেকায়েপ প্রকল্প এ লক্ষ্যে একযোগে কাজ করে যাচ্ছে। বই পড়ার  গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ২৩ এপ্রিল ২০১৬ ইউনেস্কো ঘোষিত বিশ্ব বই দিবসে সেকায়েপ প্রকল্প উক্ত ২১৫ টি উপজেলায় প্রায় ১০০০০(দশ হাজার) শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ব  সাহিত্য কেন্দ্রে বিভিন্নমূখী কর্মসূচী গ্রহন করা হয়েছে। এ উপলক্ষ্যে সেকায়েপভূক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উদ্যোগে দেয়াল পত্রিকা প্রকাশ ও প্রদর্শনী, বই পড়ার গুরুত্ব বিষয়ে সেমিনার ও আলোচনা সভা, র‌্যালি, বিতর্ক প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতা ইত্যাদির আয়োজন করা হয়েছে।

 নাজিরপুর উপজেলায় ৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচী বাস্তবায়িত হচ্ছে। ২০১৬ সালে এই উপজেলায় ১২টি মাদ্রাসা ও ৫৪টি মাধ্যমিক বিদ্যালয়ের মোট ৯০০০ (নয় হাজার) জন শিক্ষার্থী বই পড়া কর্মসূচীতে অংশ গ্রহন করেছে। বিশ্ব বই দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় ৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানে বই পড়ার গুরুত্ব বিষয়ে সেমিনার আয়োজন করা হয়েছে। বই পড়া কর্মসূচী সদস্যদের আয়োজনে অনুষ্ঠিত এসকল সেমিনারে শিক্ষক, অভিভাবক, ব্যবস্থাপনা কমিটি ও ডি আর এইচ ইউজার্স কমিটির প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। ছাত্র-ছাত্রীরা নিজেরাই বই পড়ার গুরুত্ব নিয়ে এই সেমিনারে গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেছে। উপস্থিত সকলেই শিক্ষা প্রতিষ্ঠানের লাইব্রেরীর উন্নয়নের প্রয়োজনীয়তার বিষয়টি তাদের বক্তব্যে তুলে ধরে। শ্রীরামকাঠী ইউ, জে, কে মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাবু সুনিল কুমার মিস্ত্রী (সভাপতি, কার্য্যনির্বাহী পরিষদ), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাবু তৃপ্তি রঞ্জন রায় (সভাপতি, পিটিএ)। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ জাফর হোসেন, প্রোগ্রাম অফিসার (বিশ্ব সাহিত্য কেন্দ্র) অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাবু রমেন্দ্র নাথ মন্ডল, প্রধান শিক্ষক, শ্রীরামকাঠী ইউ, জে, কে, মাধ্যমিক বিদ্যালয়।

ইউনেস্কো ১৯৯৫ সাল থেকে এ দিনটি বিশ্ব বই ও কপিরাইট দিবস হিসাবে উদযাপন করে আসছে এবং সব সদস্য দেশকে উদযাপন করতে অনুরোধ করেছে। বিশ্ব বই দিবস উন্নত দেশগলোতে দিবসটি পালিত হয়, বইকে জীবনের সঙ্গে জড়িত করার জন্য, জীবনে চলার পথে সঙ্গী করার জন্য। ইউনেস্কো বিশ্ব বই দিবস হিসেবে ২৩ এপ্রিলকে নির্বাচন করে। কালজয়ী ইংরেজ লেখক উইলিয়াম সেক্সপিয়ার এবং প্রেমভিয়াম লেখক গার্সিলাসো দে লা ভেগাকে স্মরন করা জন্য। উল্লিখিত দুই লেখক এই দিনে মৃত্যুবরন করেন। বিশ্ব ব্যাপী এই দিবসের উদ্দেশ্য হলো-

 

বই পাঠের অভ্যাসকে বাড়ানের জন্য জনসচেতনতা তৈরী ও বইয়ের প্রসার ঘটানো ;

সব বয়সের মানুষের মধ্যে পাঠের অভ্যাস বাড়ানো ;

 বই প্রকাশ এবং বইয়ের কপিরাইট সম্পর্কে সচেতনতা সৃষ্টি করা।

রনজিত কুমার মিস্ত্রী, পিরোজপুর থেকে