অধিকারের প্রতিবেদন
  খানসামায় হাট-বাজারে অবাধে চলছে মাদক ব্যবসা
  01-05-2016

দিনাজপুরের খানসামা উপজেলার প্রায় প্রতিটি হাট বাজারে মুদি, বেকারী ও ঔষধের দোকানে মানব দেহের জন্য ক্ষতিকারক অবৈধ যৌন উত্তেজক জিনসিন পস্নাস নামক সিরাপ অবাধে অহহর বিক্রি করা হচ্ছে । অনুসন্ধানে জানা যায়, উক্ত যৌন উত্তেজক সিরাপটি দৈহিক মিলনে স্থায়িত্ব বৃদ্ধি করলেও পরবর্তীতে শরীরের স্বাভাবিক যৌন ক্ষমতা হ্রাস করে থাকে। অপর দিকে এই সিরাপটির নেই কোনো ঔষধ অধিদপ্তরের লাইসেন্স ও বৈধতা ,তার পরও এই ক্ষতিকারক সিরাপটি অবাধে স্বল্পমূল্যে সংগ্রহ ,প্রস্তুতকরণ ,সংরক্ষণ ও সরবারহ করা হচ্ছে ।

অনুসন্ধানে আরও জানা যায়, উঠতি বয়সী তারুন ও যুবকরা তাদের বিকৃত মানসিকতার আনন্দ উপভোগ করার জন্য মাত্র ৩০-৪০ টাকার বিনিময়ে সেবন করে থাকে। কয়েকজন চিকিৎসকের সাথে কথা বলে জানা যায়, এই সিরাপটি অধিক পরিমানে সেবনের ফলে স্মৃতিশক্তি, যৌন ক্ষমতা ও দৃষ্টিশক্তি হ্রাস সহ শরীলের নানাবিধ রোগের দেখা দেয়। এতে করে একদিকে যেমন যুব সমাজ ধ্বংসের দ্বারপ্রান্তে দাড়িয়েছে অপরদিকে এই অবৈধ ঔষধ প্রস্তুতকারীর মালিকরা কালো টাকার পাহাড় গড়ে তুলেছে। তাই সচেতন অভিভাবক ও জনসাধারণ ঐ অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচলনা করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য খানসামা উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনসহ সকলের সু-দুষ্টি ও কঠোর হস্তক্ষেপ কমনা করছে।

আবু তাহের, বীরগঞ্জ (দিনাজপুর) থেকে