অর্থনীতি-ব্যবসা
  ভারতের বরানগরে কোটি টাকার ফেনসিডিল উদ্ধার
  01-05-2016

ভারতের বরানগরের বিদ্যায়তন কলোনি থেকে কোটি টাকার ফেনসিডিল উদ্ধার করল এনসিবি (নারকোটিকস কন্ট্রোল ব্যুরো)

বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে এনসিবি বরানগর থানার পুলিশকে নিয়ে যৌথ হানা দিয়ে বারানগর বিদ্যায়তন কলোনি থেকে তিন মিনি ট্রাক ভরতি ফেনসিডিল উদ্ধার করে।

অন্যদিকে চিৎপুরের রেল ইয়ার্ড থেকে প্রায় চার কোটি টাকার ফেনসিডিল উদ্ধার করেছে এনসিবি।

এঘটনায় যুক্ত মহা সাহা ও আরও বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করেছে।

এই ফেনসিডিল বাংলাদেশে নিষিদ্ধ। এগুলো নেশার কাজে ব্যবহার করা হয়।  ফেনসিডিলগুলি উত্তর প্রদেশ এবং দিল্লী থেকে আনা হয়েছিল। পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকানোর পরিকল্পনা ছিল উদ্ধার হওয়া ফেনসিডিলগুলির।

বিশ্বজিৎ অধিকারী, কলকাতা