অর্থনীতি-ব্যবসা
  মুরুগার দেবতার লেবু : দাম ৩৯ হাজার রুপি!
  01-05-2016

একটি লেবুর দাম সাধারণত কত? সহজ এমন প্রশ্নের জবাবও মিলবে খুব সহজেই। সময় বুঝে একটি লেবুর দাম এক দুই টাকা থেকে শুরু করে বড়জোর ২০ টাকা পর্যন্ত হতে পারে। তাই বলে একটি লেবুর দাম ৩৯ হাজার ইন্ডিয়ান রুপি! বিস্ময়ে চোখ কপালে তুললেও এমন ঘটনাই ঘটেছে ভারতের তামিলনাড়ুতে।

স্থানীয় সংবাদমাধ্যম তেলেগু গ্লোবাল জানায়, তামিলনাড়ুর ভেল্লুপুরমের এক মন্দিরের দেবতার নাম মুরুগার। তার অস্ত্রে সারাবছর বিদ্ধ থাকে কয়েকটি লেবু। এ জন্য ওই মন্দির কর্তৃপক্ষ প্রতি বছরই কয়েক দিনের জন্য একটি বিশেষ নিলামের ব্যবস্থা করেন।

 

দেবতার মুরুগারের অস্ত্রে বিদ্ধ করে রাখার জন্য লেবু পেতে প্রতি বছর ১১ দিনের একটি বিশেষ উৎসবের মাধ্যমে নিলাম ডাকা হয়।

স্থানীয়দের বিশ্বাস, এই লেবুগুলো পরিবারে শান্তি বজায় রাখতে সাহায্য করে। ফলে প্রতি বছরই নিলামে সেগুলি কেনার জন্য রীতিমতো ‘লড়াই’ হয় ভক্তদের মধ্যে।

এরই ধারাবাহিকতায় এবারের নিলামে একটি লেবুর দাম ওঠে ৩৯ হাজার রুপি। অন্যদের সাথে পাল্লা দিয়ে জয়রামন নামে স্থানীয় এক বাসিন্দা এটি কিনে নেন ৩৯ হাজার রুপি দিয়েই।

মনোয়ার ইমাম ভারত