ইসলাম
  সংবর্ধিত হলো স্বর্ণকন্যারা
  01-05-2016

‘ক্রীড়াঙ্গনের অদম্য নারী’- এ স্লোগানকে সামনে রেখে ১৬ এপ্রিল স্বর্ণজয়ী নারী ক্রীড়াবিদদের সংবর্ধনা দিয়েছে ক্রীড়া সাংবাদিকদের সবচেয়ে পুরনো ও বৃহৎ সংগঠন বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি (বিএসপিএ)।

সাউথ এশিয়ান (এসএ) গেমস, ইসলামী সলিডারিটি গেমস, সাউথ এশিয়ান চ্যাম্পিয়নশিপ, সাফ গেমসসহ বিভিন্ন বহুজাতিক প্রতিযোগিতায় স্বাধীনতার পর যারা স্বর্ণ জিতেছেন তাদের সংবর্ধনা দিয়েছে সংগঠনটি।

জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়নে শনিবার আনুষ্ঠানিকভাবে ১৭ জন নারী ক্রীড়াবিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি। এ সময় উপস্থিত ছিলেন বিএসপিএ’র সভাপতি মোস্তাফা মামুন ও সাধারণ সম্পাদক রেজওয়ান উজ-জামান রাজিব। এ ছাড়াও অনুষ্ঠানে আজীবন সম্মাননা দেওয়া হয় দাবার কিংবদন্তি আন্তর্জাতিক মাস্টার রানী হামিদকে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, ‘ক্রীড়াঙ্গনের অদম্য নারী নামটি খুব কাব্যিক হয়েছে। নারীদের জন্য এমন সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা ক্রীড়ালেখক সমিতিকে ধন্যবাদ। নারী-পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে চললে শুধু ক্রীড়াঙ্গন নয়, সবক্ষেত্রে উন্নতি হবে।’

এ ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্রীড়া লেখক সমিতির সাবেক সভাপতি হাসানউল্লাহ খান রানা, বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুন নাহার ডানা, ভারতে অনুষ্ঠিত সবশেষ এসএ গেমসের স্বর্ণজয়ী মাহফুজা খাতুন শিলা প্রমুখ।

এ দিন ২০ জন নারী ক্রীড়াবিদকে সম্মাননা প্রদান করার কথা থাকলে অনুষ্ঠানে ১৭ জনের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। যাদের সম্মাননা দেওয়া হয় তারা হলেন- মাহফুজা খাতুন শিলা (সাঁতার), মাবিয়া আক্তার সীমান্ত (ভারোত্তোলন), শারমিন ফারজানা রুমি (তায়কোয়ান্দো), শাম্মী আক্তার (তায়কোয়ান্দো), মুন্নি খানম (কারাতে), জ উ প্রু (কারাতে), মরিয়ম খাতুন (কারাতে), ইতি ইসলাম (উশু), শারমিন আক্তার রতœা (শ্যুটিং), সৈয়দা সাদিয়া সুলতানা (শ্যুটিং), তৃপ্তি দত্ত (শ্যুটিং), শারমিন আক্তার (শ্যুটিং), রহিমা খানম যুঁথি (অ্যাথলেটিকস), সাবরিনা সুলতানা (শ্যুটিং), কাজী শাহানা পারভীন (শ্যুটিং), মোল্লা সাবিরা সুলতানা (ভারোত্তোলন) ও শাহরিয়া সুলতানা সুচি (ভারোত্তোলন)।

নিজস্ব প্রতিবেদক