৯ অক্টোবর ২০১৭ নগরীর দৌলতপুর থানার মহেশ^ারপাশা শিকারীর মোড় এলাকার নিখোঁজ জিতু(১৮) সন্ধানে দ্বারেদ্বারে ঘুরছে তার অসুস্থ পঙ্গু পিতা রাশেদ। সন্তানকে হারিয়ে রাশেদ প্রতিদিন রাস্তাঘাট, থানা সহ বিভিন্ন স্থানে খুজে বেড়াচ্ছেন। নিখোঁজ জিতু প্রায় ৬ মাস নিখোঁজ হয়েছেন। এ ব্যাপারে দৌলতপুর থানায় সাধারণ ডায়রী করা হয়েছে।
জিডি এবং পরিবার সুত্রে জানাগেছে, দৌলতপুর থানার মহেশ^ারপাশা শিকারীর মোড় এলাকার মোঃ রাশেদ সরদারের পুত্র জিতু গত ১৬ মে ২০১৭ রাত ৮ টায় মায়ের উপর রাগ করে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। নিখোঁজের পর থেকে তার অসু¯’ পিতা সম্ভাব্য সকল স্থানে খুজে না পেয়ে দৌলতপুর থানায় একটি সাধারণ ডায়রী করেছেন(জিডি নং ৯৭৬, তাং ১৯/৯/১৭)।