বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
শিরোনাম : * গাজীপুরে জমি নিয়ে বিরোধ সংঘর্ষ,আহত ৫   * কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২০   * রাঙ্গামাটির কল্পনা চাকমা অপহরণ: ২৮ বছর পর মামলা খারিজ করে দিয়েছে আদালত ;   * কক্সবাজারের চকোরিয়ার মাতামুহুরি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২   * কর্মচারীদের বোরকা পরা ও নেকাব পরা নিষিদ্ধ করল চট্টগ্রাম চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষ   * পঞ্চগড় উপজেলা পরিষদ নির্বাচনের ৩৩ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ   * বাণিজ্যিকভাবে আঠাবিহীন বারোমাসি কাঁঠাল চাষে লাখপতি সবুজ   * চট্টগ্রামের জেলাপ্রশাসক -পুলিশ সুপার ও সাতকানিয়ার ইউএনও-ওসিকে হাইকোর্টের ভর্ৎসনা;   * বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির কােন উন্নতি দেখছে না যুক্তরাষ্ট্র!   * কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে কে কোন প্রতীক পেলেন  

   সারাদেশ
সরকার চলনবিলবাসীর পাশে আছে -প্রতিমন্ত্রী পলক
  Date : 01-10-2017

॥ মোঃ এমরান আলী রানা, নাটোর ॥

তথ্য ওযোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এ্যাডঃ জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে যেভাবে চলনবিলের বন্যাপরিস্থিতি মোকাবিলাসহ বানভাসি মানুষের পাশে দাঁড়ানো হয়েছিল। বন্যার পানি নেমে যাওয়ার পরও ঠিক একই ভাবে বানভাসি এসব ক্ষতিগ্রস্ত মানুষকে পুনর্বাসন ও সাবলম্বী করতে সরকার পাশে থাকবে। এতে চলনবিলের মানুষ আবারও ঘুরে দাঁড়াবে।

নাটোরের সিংড়া উপজেলা পরিষদ চত্বরেবন্যায় ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি মেরামতের জন্য ত্রাণের ঢেউটিন ও নগদ অর্থ বিতরণকালে তিনি প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার আসিফ মাহমুদের সভাপতিত্বে সভায় প্রতিমন্ত্রী আরো বলেন, সাম্প্রতিক বন্যায় সিংড়া উপজেলা ও পৌরসভায় ১২১টি গ্রামের ৯ হাজার ৩২০টি পরিবারের ৪১ হাজার ৯৪০ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর সাথে ক্ষতিগ্রস্ত হয়েছে ১১ হাজার ৮১০ হেক্টর জমির ফসল, ৪৮০মিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও ৯০২টি পুকুর ভেসে গেছে।

তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ৪ হাজার ২৯০ জন মানুষের জন্য ২৭টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছিলো। তাদের জন্য খাবার, ওষুধপত্রসহ সকল সহায়তা দেয়া হয়েছে তারা যাতে ঈদ আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেজন্য আশ্রয় কেন্দ্রে পাঁচ হাজার জনগোষ্ঠির জন্য ১২ টি গরু ও ১১ খাসি কোরবানী দেওয়া হয়েছে। সরকারী ভাবে ইতোমধ্যে ২৫০ মেট্রিকটন জিআর চাল ও ১০ লাখ ৪০ হাজার টাকা জিআর ক্যাশ বিতরণ করা হয়েছে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুর্নবাসন ও সাবলম্বী করতে নতুন করে তালিকা করা হচ্ছে। তাদের জন্যে মন্ত্রনালয়ের কাছে দুই হাজার বান্ডিল ঢেউটিন ও আড়াইকোটি টাকার চাহিদাপত্র পাঠানো হয়েছে। এজন্য প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুতি করতে প্রশাসন ওজনপ্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে

চলনবিলের ক্ষতিগ্রস্ত মানুষকে আবারও সাবলম্বী করে গড়ে তোলা হবে। সঠিক ভাবে তালিকা প্রণয়ন হলে কোন ক্ষতিগ্রস্থ পরিবার এই সহায়তাথেকে বঞ্চিত হবে না বলে জানান প্রতিমন্ত্রী । এসময় উপস্থিত ছিলেন, পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা সৈয়দ আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভোলা, শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরীফ, পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার প্রমুখ। এসময় প্রতিমন্ত্রী ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয় থেকে প্রদত্ত বানভাসি ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বরাদ্দ পাওয়া ১৭৯ বান্ডিল ঢেউটিন ও নগদ পাঁচ লাখ ৩৭ হাজার টাকা উপজেলার ৮৯ টি পরিবারকে দুই বান্ডিল করে ঢেউটিন ও নগদ ৬ হাজার করে টাকা প্রদান করেন।

এছাড়া প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২০ টি পরিবারকে গরুর বাছুরদেন প্রতিমন্ত্রী । এসময় প্রতিমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল হতে প্রতিবন্ধী আঃ আজিজ ও মোর্শেদুল কে রিকসার ব্যাটারি প্রদান করেন। পরে তিনি সিংড়া টিবিএম কলেজের নবীন বরণ অনূষ্ঠানে প্রধান অতিথি হিসাবেরর যোগদান করেন এবং চকসিংড়া মহল্লায় অসুস্থ্য প্রবীন আওয়ামীলীগ নেতা আঃ হামিদকে দেখতে যান।



  
  সর্বশেষ
গাজীপুরে জমি নিয়ে বিরোধ সংঘর্ষ,আহত ৫
কুড়িগ্রাম জেলা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ২০
রাঙ্গামাটির কল্পনা চাকমা অপহরণ: ২৮ বছর পর মামলা খারিজ করে দিয়েছে আদালত ;
কক্সবাজারের চকোরিয়ার মাতামুহুরি নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ ২

Md Reaz Uddin Editor & Publisher
Editorial Office
Kabbokosh Bhabon, Level-5, Suite#18, Kawran Bazar, Dhaka-1215.
E-mail:manabadhikarkhabar11@gmail.com
Tel:+88-02-41010307
Mobile: +8801978882223 Fax: +88-02-41010308